সারাদেশ

ফেনীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)র অভিযানে ৩১ ডিসেম্বর মঙ্গলবার ভোররাতে  সীমান্ত এলাকায় রাতভর চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে,৩৯ লক্ষ ৫৪ চুয়ান্ন হাজার টাকা মূল্যের চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।
বিজিবি সুত্রে জানা যায়,ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর দায়িত্বপূর্ন এলাকা ছাগলনাইয়া উপজেলার অন্তগর্ত দেবপুর,যশপুর এবং মধুগ্রাম বিওপির সীমান্তবর্তী এলাকায় বিজিবি সদস্যগণ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।অভিযানে ভারতীয় শাড়ি,থ্রিপিস,লেহেঙ্গা,ব্লাউজ,টি-শার্ট এবং ভারতীয় কম্বল জব্দ করা হয়।যার আনুমানিক বাজার মূল্য ৩৯,৫৪,০০০/ টাকা। জব্দকৃত মালামাল স্থানীয় কাস্টমস এ জমা দেওয়া কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।বিষয়টি নিশ্চিত করে ফেনী বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান,সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) আভিযানিক কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।তারই অংশ হিসেবে উক্ত অবৈধ মালামাল জব্দ করা হয়েছে।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং