সারাদেশ

ফেনীতে ভয়াবহ অগ্নিকাণ্ড,পুড়ে ছাই ২০ পরিবারের সর্বস্ব এবং এক গৃহবধূর মৃত্যু।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
৭ই জানুয়ারি সন্ধ্যার পরপর ফেনীর পৌরসভার ৩নং ওয়ার্ডের উত্তর সহদেবপুরে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।এই অগ্নিকাণ্ডে ২০টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায় এবং এক গৃহ বধুর মৃত্যু হয়।কোথায় থেকে আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি,তবে রান্নাঘর থেকে হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।আগুন লাগার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।তবে আগুনের তীব্রতা এত বেশি ছিল যে, ফায়ার সার্ভিসের সদস্যদরা কার্যক্রম চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ সময় লেগে যায়।এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে নিঃস্ব হয়ে পড়েছে।তারা এখন সরকারের সহযোগিতা ও পুনর্বাস নের আশায় রয়েছে।এই বিষয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে এত তাড়াতাড়ি এতগুলো পরিবারের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যাবে না আমরা সবার সঙ্গে কথা বলে এই বিষয়টা নিশ্চিত করব এবং এই ধরনের দুর্ঘটনা এড়াতে স্থানীয়দের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ফায়ার সার্ভিস।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,