সারাদেশ

ফেনীর দাগনভুঞাঁ থেকে চুরি হওয়া সি এন জি সহ চোর গ্রেফতার।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর দাগনভুঞাঁ থেকে চুরি হওয়া সি এন জি সহ চোর গ্রেফতার।৭ তারিখ সন্ধ্যার পর দাগনভূইয়া থানার বসুর হাট রোডে বাদী তাঁর মালিকানাধীন সিএনজি ফেনী থ ১১-৪২৩৮ মাইজ্জা হুজুরের মাজারের সামনে রেখে দাগন ভূইয়া বাজারে সদাই শেষে পূনরায় মাইজ্জা হুজুরের মাজারের সামনে এসে দেখে তাঁর সিএনজি টি নাই অনেক খোঁজাখোজির পর থানায় অজ্ঞাত নামা চোরের বিরুদ্ধে অভিযোগ দায়েরের পর দাগনভূইয়া থানার মামলা নং ৭ তারিখ ০৮/০২/২৫ রুজু করা হয়। তদন্তভার এস আই মোঃরোকন উদ্দিন এর উপর অর্পন করা হয়।গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তি ব্যবহার করিয়া সিএনজি চোরাই কাজের সাথে জড়িত মোঃজিয়াউর রহমান প্রকাশ জিয়া (৩৫) পিতা:মৃত:নেয়াজুর রহমান সাং:ইয়াকুবপুর তাজু চেয়ারম্যান এর পুরাতন বাড়ী,থানা: দাগনভূইয়া ফেনী কে গ্রেফতার করে তাহার স্বীকারোক্তি মতে নোয়াখালী জেলার কবিরহাট থানা এলাকা অভিযান চালিয়ে চোরাই সিএনজি উদ্ধারপূবক আসামি কে জেলহাজতে প্রেরণ করা হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,