ফেনীর দাগনভুঞায় ওজন নিয়ে কারসাজি,মিষ্টি দোকানিকে জরিমানা।

ফেনীর দাগনভুঞায় ওজন নিয়ে কারসাজি,মিষ্টি দোকানিকে জরিমানা।
মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর দাগনভুঞায় ওজন নিয়ে কারসাজি,মিষ্টি দোকানিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে ওজন নিয়ে কারসাজি করায় স্টার লাইন সুইটস নামের একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।শনিবার এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স.ম.আজহারুল ইসলাম।আজহারুল ইসলাম জানান মিষ্টি দোকানগুলো ১৫৬ গ্রাম ওজনের ভারী মোড়ক ব্যবহার করে এমন কারসাজি করছে যে ৩৮০ টাকা কেজি মিষ্টির দাম হলে ৬০ টাকার কাছাকাছি পড়ে প্যাকেটের দাম।এই তারতম্য ক্রেতার সাথে এক প্রকার প্রতারণা।আবার প্রতিকেজি মিষ্টির জন্য আলাদা আলাদা প্যাকেট ব্যবহার করা হয়।তিনি জানান,পূর্ব অভিযোগের ভিত্তিতে এই ঘটনার সত্যতা পাওয়ায় উক্ত দোকানকে ভোক্তা অধিকার আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।তিনি বলেন,ক্রেতাসাধারণকে তাদের অধিকারের ব্যাপারে সচেতন থাকতে হবে এবং এই রকম যে কোন অন্যায্য কর্মকাণ্ডের ব্যাপারে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা সহায়তায় করে।
মশি উদ দৌলা রুবেল ফেনী
০১৮১৪৯৪৮০৬২