ফেনীর পরশুরামে বিএসএফের বাঁধায় ১২০ একর জমির সেচস্কিম বন্ধ,অনিশ্চিৎ বোরো চাষ।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর পরশুরামে বিএসএফের বাঁধায় ১২০ একর জমির সেচস্কিম বন্ধ,অনিশ্চিৎ বোরো চাষ।ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর বাধার কারণে জমি চাষাবাদের জন্য পানির পাম্প বসাতে পারছে না ফেনীর পরশুরামের কৃষকরা।এতে কৃষকদের চাষাবাদের জমি অনাবাদি থাকার আশঙ্কা দেখা দিয়েছে।এতে বিশাল ক্ষতির সম্মুখীন হবে পরশুরাম উপজেলার কৃষকরা।ফেনীর পরশুরামের মির্জানগর ইউনিয়নের পূর্ব নিজকালিকাপুর সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।স্থানীয় কৃষকরা গত ৫০ বছর ধরে ওই এলাকায় পাম্প বসিয়ে তাদের জমি চাষাবাদ করে আসছে।চলতি বোরো মৌসুম ভারতীয় বিএসএফ এর বাধার কারণে চাষাবাদ বন্ধের উপক্রম দেখা দিয়েছে। কৃষকরা গত এক সপ্তাহ ধরে পাম্প বসানোর চেষ্টা করলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাধা দেয়।এতে করে অনিশ্চিত হয়ে পড়ে হাজারো কৃষকের স্বপ্ন।ফেনীর পরশুরাম উপজেলার স্থানীয় কৃষকরা প্রসাশনের সহায়তা কামনা করেন এবং অনতিবিলম্বে পানির ব্যাবস্থা করে দিয়ে জমি চাষের উপযোগী করতে ফেনীর জেলা প্রশাসক এর সহযোগিতা কামনা করেন।