ফেনীর পরশুরাম গুথুমা কে.বি আজিজ স্কুলের সভাপতি হলেন এড.মাকসুদ।
মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর পরশুরামের গুথুমা কে.বি আবদুল আজিজ মডেল হাই স্কুলের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন পরশুরাম উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ফেনী জজ কোর্টের এপিপি এডভোকেট আবদুল আলিম মাকসুদ।সোমবার(৬ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানা গেছে।এডহক কমিটিতে স্কুলের প্রধান শিক্ষক জসিম উদ্দিন সদস্য সচিব, মোহাম্মদ শাহ এমরান ভূঁইয়া শিক্ষক প্রতিনিধি ও আমিন আহম্মদ মজুমদার অভিভাবক প্রতিনিধি মনোনীত হয়েছেন।চিঠিতে আগামী ৬ মাসের মধ্যে বিধি মোতাবেক ম্যানেজিং কমিটি গঠন করার জন্য পরামর্শ দেয়া হয়েছে।গুথুমা কে.বি আবদুল আজিজ মডেল হাই স্কুলের এডহক কমিটির নব মনোনীত সভাপতি এডভোকেট আবদুল আলিম মাকসুদ পরশুরাম স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপক,গুথুমার আবদুল্লাহ শাহ(রঃ) মাজার ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারি,গুথুমা আবদুল্লাহ শাহ(রঃ) জামে মসজিদের সহ-সভাপতিসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছেন।