সারাদেশ

ফেনীর ফুলগাজীর দঃ বরইয়ায় আগুনে পুড়ে ছাই বসতঘর।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
আগুনে পুড়ে ছাই হয়েছে ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের দঃ বরইয়া গ্রামের বাসিন্দা স্কুল শিক্ষক আবদুর রশিদের বসতঘর।এতে প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান আবদুর রশিদ।২২ ডিসেম্বর রবিবার ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে স্কুল শিক্ষক আবদুর রশিদ ধারণা করছেন।তিনি জানান,গত আগস্টের শেষ সপ্তাহে শতাব্দীর ভয়াবহ বন্যার প্লাবিত হয়ে মাটির বসতঘর মাটিতে মিশে যায়।পরবর্তী সময়ে টিনের ঘর নির্মাণ করলেও ৪ মাসের মধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। দঃ বরইয়া গ্রামের মৃত সাধন চৌধুরীর ছেলে আবদুর রশিদ দক্ষিণ দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।আবদুর রশিদের ২ ছেলে ও একমাত্র মেয়ে এসএসসি পরিক্ষার্থী,পরপর দুবার এমন প্রাকৃতিক দূর্ঘটনায় ভেঙে পড়েছে।এদিকে খবর পেয়ে বিকেলে ফুলগাজী উপজেলা জামায়াতের আমির মোঃ জামাল উদ্দিন পুড়ে যাওয়া বসতঘর পরিদর্শন করে সমবেদনা জানিয়েছেন।ফুলগাজী ফায়ার সার্ভিসের ফাইটার সুমন ইসলাম বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পৌছালেও ততক্ষণে আসবাপত্র সহ যাবতীয় সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং