সারাদেশ

ফেনীর সোনাগাজীতে আন্ত:জেলা ডাকাত দলের সদস্য ইলিয়াস গ্রেফতার।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ১৩ মামলার আসামী ইলিয়াছকে গ্রেফতার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ।কোম্পানীগঞ্জ থানাধীন বসুরহাট চর পার্বতী এলাকায় অভিযান পরিচালনা করে সোনাগাজী মডেল থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করেন।মোঃ ইলিয়াছ(৩৯),পিতা-মোঃ নুরুল আমিন, মাতা-ছকিনা খাতুন,সাং-চরপার্বতী(আমজাদ সারেং বাড়ী),০৯নং ওয়ার্ড,চর পার্বতী ইউনিয়ন,থানা-কোম্পানীগঞ্জ,জেলা-নোয়াখালী।তার বিরুদ্ধে গাড়ি চুরি, ডাকাতির প্রস্তুতি,দস্যুতা ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে কুমিল্লা,চাদপুর চট্টগ্রাম ও নোয়াখালী জেলার বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে।গত ২৫/১২/২০২৪ খ্রিঃ তারিখ ভোর অনুমান ০৫.৩০ ঘটিকার সময় সোনাগাজী থানাধীন ০৬নং চর চান্দিয়া ইউনিয়নের সওদাগর হাটস্থ উত্তর চর চান্দিয়া (ভোলা গাজী বাড়ী)থেকে একটি সিএনজি চুরি হয়।উক্ত ঘটনায় দায়েরকৃত মামলা তদন্ত করতে গিয়ে আসামী ইলিয়াছ এর সম্পৃক্ততা পেয়ে তাকে গ্রেফতার করলে সে জড়িত থাকার কথা স্বীকার করে।পরবর্তীতে উক্ত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

গাজীপুরের কাশিমপুরে চারতলা একটি ভবনের কক্ষ থেকে দুই যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ

  • নভেম্বর ১৩, ২০২৪
গাজীপুরের কাশিমপুরে মাধবপুর উত্তর পাড়া এলাকায় চারতলা একটি ভবনের কক্ষ থেকে দুই যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। খবর পেয়ে