ফেনীর সোনাগাজীতে বি এন পির ঘোষিত কমিটি বাতিলের দাবিতে একাংশের অবস্থান কর্মসূচী।
মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর সোনাগাজীতে ঘোষিত উপজেলা ও পৌর আহবায়ক কমিটি বাতিলের দাবিতে ফের অবস্থান কর্মসূচী পালন করেছেন বিএনপির একাংশ।ঘোষিত কমিটির সিনিয়র যুগ্মআহবায়ক,সদ্য সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টুর সভাপতিত্বে,উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব নুর আলম সোহাগের সঞ্চালনায় বৃহস্পতিবার বিকালে পৌর শহরের জিরো পয়ন্টে উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে আয়োজিত অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন পৌর বিএনপির সদ্য সাবেক সভাপতি আবুল মোবারক ভিপি দুলাল,সদ্য সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিন উদ্দিন দোলন,উপজেলা যুবদলের সাবেক সভাপতি জসিম উদ্দিন লণ্ডনী,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল ইসলাম,পৌর বিএনপির সদ্য সাবেক সিরিয়র সভাপতি ইমাম উদ্দিন ভূঞা,ফেনী জেলা সমবায় দলের সভাপতি হোসেন আহমদ, উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন পবীর, যুগ্ম-আহবায়ক মোশারফ হোসেন আলমগীর,আবু সুফিয়ান মাস্টার,জেলা ছাত্রদলের সহ-সভাপতি হাসান মাহমুদ,নবাবপুর ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সভাপতি জহির উদ্দিন সোহাগ,আমিনাবাদ ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সভাপতি মো.নুরুজ্জামান,পৌর ছাত্রদলের আহবায়ক নজরুল ইসলাম রিংকু ও যুবদল নেতা সাব্বির রায়হান তারেক প্রমূখ।এই সময় তারা চট্টগ্রাম বিভাগের দায়ীত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহমদ আজম খান ও ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলালকে আবারও অবাঞ্চিত ঘোষণা করেন।উল্লেখ্য রোববার ২২ ডিসেম্বর জেলা সদস্য সচিব আলাল উদ্দিন আলালের স্বাক্ষরিত অনুমোদিত কমিটিতে উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবদীন বাবলু, সিনিয়র যুগ্ন আহবায়ক জামাল উদ্দিন সেন্টু এবং সদস্য সচিব করা হয়েছে সৈয়দ আলম ভূঞাকে।এছাড়া পৌর বিএনপির আহবায়ক মঞ্জুর হোসেন বাবর,সিনিয়র যুগ্ন আহবায়ক মো.এয়াছিন এবং সদস্য সচিব করা হয়েছে নিজাম উদ্দিনকে।ফেনী জেলা বিএনপির একমাত্র নেতার স্বাক্ষরে কমিটি অনুমেদন দেয়ায় দুটি গ্রুপে নতুন বিভাজন সৃষ্টি হয়েছে।