ফেনীর সোনাগাজীর বগাদানায় জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর সোনাগাজী উপজেলার তাকিয়া বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামির বগাদানা ইউনিয়নের শাখার কর্মী সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৭ ডিসেম্বর)সকালে ওছমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান মেহমান ছিলেন বাংলাদেশ জামাআত ইসলামির কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য আবদুস সাত্তার।বিশেষ মেহমান ছিলেন, জামায়াতে ইসলামি ফেনী জেলা আমির মুফতি আবদুল হান্নান,ফেনী জেলা কর্ম পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার ফখরুদ্দিন,সোনাগাজী উপজেলা আমির মাওলানা মো. মোস্তফা,সেক্রেটারি মাষ্টার এ এস এম বদরুদ্দোজা সহকারী সেক্রেটারি মওলানা বেলায়েত হোসেন।বগাদানা ইউনিয়ন আমির মাওলানা আবদুল হাই এর সভাপতিত্বে ও সেক্রেটারি মোকাররম হোসেন এর সঞ্চালনায় সন্মেলনে অন্যান্যদের মাঝে বক্তব্য দেন,চরমজলিশপুর ইউনিয়ন আমির মাওলানা আবদুল হাই আনোয়ারী, সোনাগাজী উপজেলা উত্তর শাখা ছাত্র শিবিরের সভাপতি রফিক উদ্দিন নোবেল,শ্রমিক কল্যান ফেডারেশন বগাদানা ইউনিয়ন সভাপতি ডা.মিজানুর রহমান রহমান প্রমুখ।এই সময় সকল ওয়ার্ডের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।