রাজনীতি

নতুন ও তরুণ ভোটাররা ইসলামের পক্ষে থাকবেন : বরগুনা- ২ আসনের প্রার্থী ডা. সুলতান আহমেদ

ইব্রাহীম খলীল (বরগুনা) পাথরঘাটা।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে আলহাজ্ব ডা. সুলতান আহমেদকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। চিকিৎসক থেকে রাজনীতিতে আসা এই প্রার্থীকে এলাকাবাসী প্রধানত একজন সমাজসেবক হিসেবেই চেনেন।

শিক্ষাগত ও পেশাগত জীবন:
বেতাগী উপজেলার আয়লা-চান্দখালী গ্রামে জন্মগ্রহণকারী ডা. সুলতান আহমেদ ১৯৭৬ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। পরে আয়ারল্যান্ড (ডাবলিন) থেকে শিশু চিকিৎসায় উচ্চতর ডিগ্রি অর্জন করেন। তিনি সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রায় ১৪ বছর চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশে ফেরার পর ঢাকায় আল-মানার হাসপাতালসহ একাধিক হাসপাতাল ও ক্লিনিক প্রতিষ্ঠা করেন।

পরিবার:
তাঁর স্ত্রী প্রফেসর ডা. সুরাইয়া বেগম একজন খ্যাতনামা স্ত্রীরোগ বিশেষজ্ঞ। দুই সন্তানসহ পরিবারের অনেক সদস্যই চিকিৎসা ও বিচার বিভাগে কর্মরত।

রাজনৈতিক কার্যক্রম:
শিক্ষাজীবন থেকেই ডা. সুলতান আহমেদ ইসলামী ছাত্র মিশন ও ছাত্রশিবিরে যুক্ত ছিলেন। দেশে ফেরার পরে জামায়াতে ইসলামীতে সক্রিয়ভাবে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে-শুরার সদস্য ও ধানমন্ডি থানার নায়েবে আমীর। রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার কারাভোগ করেছেন। এলাকায় তিনি শিক্ষা, স্বাস্থ্য ও সমাজসেবামূলক কাজে সরাসরি সম্পৃক্ত রয়েছেন; গরিব শিক্ষার্থী ও অসহায় রোগীদের আর্থিক সহায়তা প্রদান, স্কুল-কলেজ-মসজিদ-মাদ্রাসা প্রতিষ্ঠা এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর অভিজ্ঞতা রয়েছে তার।

ভবিষ্যৎ পরিকল্পনা (সংক্ষিপ্ত):
নির্বাচিত হলে তিনি বরগুনা-২ আসনের জন্য নিম্নলিখিত উদ্যোগ গ্রহণ করবেন বলে জানান:

*যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, সড়ক ও যোগাযোগ
অবকাঠামো শক্তিশালী করা।
*আধুনিক হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা।
*কৃষি ও মৎস্যখাতের উন্নয়ন।
*বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি।
*নদীভাঙন ও জলদস্যু দমন।
*ধর্মীয় সম্প্রদায়ের কল্যাণে ট্রাস্ট গঠন।
*মাদক ও সন্ত্রাস নির্মূল।

ভোটারদের উদ্দেশ্যে:
ডা. সুলতান আহমেদ বলেন, “বেতাগী-বামনা-পাথরঘাটা একটি সম্ভাবনাময় এলাকা। উন্নত, সন্ত্রাসমুক্ত ও শিক্ষিত সমাজ গড়তে আমি জনগণের দোয়া ও সমর্থন চাই। আমি আশাবাদী যে নতুন ও তরুণ ভোটাররা ইসলামের পক্ষে থাকবে।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

রাজনীতি

বানারীপাড়া পৌরসভায় নয়ন বেগমকে সভাপতি ও মাধবীকে সম্পাদক করে পৌর মহিলা দলের কমিটি গঠন

  • নভেম্বর ১৬, ২০২৪
বানারীপাড়া প্রতিনিধ। বরিশালের বানারীপাড়া পৌরসভায় নয়ন বেগমকে সভাপতি ও মাধবী খানমকে সাধারণ সম্পাদক করে পৌর মহিলা দলের কমিটি গঠন করা
Uncategorized রাজনীতি

পিরোজপুরে জিয়া মঞ্চের নব গঠিত আহ্বায়ক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি:জিয়া মঞ্চ পিরোজপুর জেলা শাখার নব গঠিত আহ্বায়ক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ১০ টায়