বলিউড তারকাদের আচরণ নিয়ে আমির খানের প্রশ্ন

আজকাল শিল্পীদের চাহিদা বেড়েই চলেছে। শুটিংয়ে গিয়েই বলতে থাকেন, ফ্লোরে চাই জিম, লাইভ কিচেন, এটা চাই, ওটা ইত্যাদি। আর এই বিষয়টি নিয়ে রীতমতো ক্ষুব্ধ বলিউড সুপারস্টার আমির খান। এ নিয়ে সংবাদমাধ্যমে নিজের প্রতিক্রিয়াও তুলে ধরছেন মিস্টার পারফেকশনিস্ট-খ্যাত এই অভিনেতা।
ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, চাহিদা পূরণে বলিউডে তারকারা আজকাল যে ধরনের আচরণ করছেন তা নিয়ে সরাসরি ক্ষোভ প্রকাশ করেছেন আমির খান।
তিনি বলেন, ‘বিষয়টি সত্যি অত্যন্ত লজ্জাজনক। এই সময়ের তারকাদের চাহিদার শেষ নেই। কেন ছবি প্রযোজনা করা ছাড়া আরও কোনো বিষয় একজন প্রযোজক দেখবেন? তা তো দেখা তাঁর কাজ নয়। এমনকি ছবির অভিনেতার কোনো বাড়তি বিলের খরচ মেটানোর কথাও প্রযোজকের নয়। বলতে দ্বিধা নেই এখনকার তারকারা শুটিং ফ্লোরে এসে অনেক কিছুই দাবি করেন। তাদের শুটিং ফ্লোরে লাইভ কিচেন চাই, জিম চাই। এমনকি তাদের স্পট বয় থেকে গাড়ির চালকের টাকাও প্রযোজক মেটান। কিন্তু এটা হবে কেন? একজন তারকা যখন নিজে কোটি কোটি টাকা উপার্জন করছেন তখন তিনি কেন নিজের গাড়ির চালক বা স্পট বয়ের পারিশ্রমিক দিতে পারেন না এটা আমার প্রশ্ন।’
সাক্ষাৎকারে আমির খান আরও বলেছেন, ‘সিনেমার স্বার্থে ঠিক যে যে খরচ একজন প্রযোজককে বহন করতে হয় তা তিনি করবেন। তাতে অভিনেতার পোশাক, মেকআপ সমস্তটা অন্তর্ভুক্ত থাকে। কিন্তু গাড়ির চালক বা স্পট বয়ের জন্যই শুধু নয়; বরং অভিনেতারা তাদের ব্যক্তিগত রাঁধুনি, তাদের ট্রেইনারদের পারিশ্রমিকও মেটান। এমনকি আজকাল শুটিং ফ্লোরে তারকারা লাইভ কিচেন, জিম এসব কিছুর চাহিদাও রাখেন। এসব কিছুর খরচ বহন করার দায়ভার একজন প্রযোজকের ওপর চাপিয়ে দেওয়া মানে অনেক বাড়তি খরচ চাপানো; যা একটা ফিল্ম ইন্ডাস্ট্রিকে ক্ষতিগ্রস্ত করে। এভাবে চলতে থাকলে ছবির স্বার্থ ক্ষুণ্ন হবে অন্যকিছু নয়।’
আমির খান বলেন, ‘আমার কাছে এগুলো ভীষণ অবাক করা বিষয়। একইসঙ্গে এটি অত্যন্ত লজ্জাজনক বিষয়। আমি আজও নিজে যখন কোনো শুটিংয়ে আউটডোরে যাই, তখন আমার পরিবারকে নিয়ে গেলে আমি নিজে সেই খরচ বহন করি। কখনোই প্রযোজকের ওপর তা চাপিয়ে দিই না। এখনকার তারকারা এগুলো করে সুযোগের অসদ্ব্যবহার করছেন। একই সঙ্গে নিজেদের ফিল্মি ক্যারিয়ারকেও ক্ষতিগ্রস্ত করছেন।’