সারাদেশ

বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি কুমিল্লা নতুন ঘোষিত কমিটি বাতিলের দাবীতে মানববন্ধন

মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি কুমিল্লাঃ বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি কুমিল্লা জেলা শাখার নব ঘোষিত ও অর্থের বিনিময়ে আওয়ামী দোষরদের নিয়ে পকেট কমিটি গঠনের প্রতিবাদে এবং গঠিত কমিটি বাতিলের দাবীতে সাধারন কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট ব্যাবসায়ীরা মানববন্ধন করেছে।

আজ ২৯ মে বৃহস্পতিবার কুমিল্লা নগরীর রেসকোর্স ফ্লাইওভার এর নিচে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা প্রকৃত কেমিস্ট এন্ড ড্রাগিস্ট ব্যাবসায়ীদের নিয়ে গনতান্ত্রিক উপায়ে  নির্বাচনের মাধ্যমে  কমিটি গঠনের আহবান জানান।

এ সময় সাধারণ ব্যাবসায়ীরা অংশ গ্রহন করেন।

মানববন্ধনর বক্তব্যে রাখেন, কুমিল্লা মহানগরীর ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বকর শিল্পি বলেন,বিগত সৈরাচার সরকারের দোসরদের যদি এখনো পূর্নবাসন করা হয়  তাহলে আমাদের আন্দোলন তো বৃথা যাবে।এ কমিটি দ্রুত বাতিল করে নতুন কমিটি গঠন করতে হবে।নতুবা তীব্র আন্দোলন করে এ কমিটি বাতিল করা হবে। এ কমিটিতে আওয়ামী দোসর মামলার আসামী কে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান তিনি।

এ সময় ব্যাবসায়ী মোহাম্মদ মোসেদ্দুল কবির খোকন,সামসুল আলম সামু,সাইদুল হক রুবেল, মাইনুল হুদা,জসিম উদ্দিন, গিযাস উদ্দিন,তানভীর আলম,আবু বকর সহ সাধারণ ব্যাবসায়ীরা উপস্থিত ছিলেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,