সারাদেশ

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি গোলাম রাব্বানী বলেছেন, আগামী নির্বাচনের আগেই আওয়ামী লীগের সকল অপকর্মের বিচার করতে হবে। আওয়ামী লীগ একটি চোরের দল। চুরি ও লুটপাট করে তারা দেশটাকে ধ্বংস করে ফেলেছে।
শুক্রবার (১৩ ডি‌সেম্বর) সকা‌লে সিরাজগঞ্জ ভাসানী মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গোলাম রাব্বানী বলেন, চুরি, লুটপাট এবং জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধ করার দায়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের এদেশের মাটিতে রাজনীতি করার সু‌যোগ নেই। ভোটের আগেই আমরা আওয়ামী লীগের বিচার চাই।
তিনি আরো বলেন, সুযোগ পেলে হাসিনা টুস করে আসতে চান। আপনাকে টুস করে আসতে হবে না। আপনি সীমান্ত পর্যন্ত আসেন। ওখান থেকে আমরা আপনাকে স্বাগতম জানিয়ে ধরে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাব। আপনার বিচার এদেশের মাটিতে হতেই হবে।
সম্মিলনটি শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ শাখার সভাপতি অ্যাডভোকেট সাইদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিরাজগঞ্জ জেলার উপদেষ্টা, সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ আলী আলম, মাওলানা আব্দুস সালাম, জেলা জামায়াতের প্রচার সম্পাদক অধ্যাপক শহিদুল ইসলাম, শহর জামায়াতের আমির মাওলানা আব্দুল লতিফসহ শ্রমিক কল্যাণের স্থানীয় নেতারা।
সম্মেলন সঞ্চালনা করেন শ্রমিক কল্যান ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি সোলায়মান হোসেন।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং