বাউফল থানার পুলিশের বিরুদ্ধে অর্থের বিনিময়ে আসামি মুক্তির অভিযোগ

আসাদুল্লাহ হাসান মুসা,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ- পটুয়াখালীর বাউফল থানার পুলিশের বিরুদ্ধে অর্থের বিনিময়ে আসামি মুক্তি দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে যুক্তরাষ্ট্রপ্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট ও বাংলাদেশি সাংবাদিক মোহাম্মদ ইলিয়াস হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে এ অভিযোগ তোলেন।
ইলিয়াস হোসেন তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে দাবি করেন, বাউফল থানার ওসি কামাল হোসেন ও জেলা পুলিশের এক শীর্ষ কর্মকর্তা মোটা অঙ্কের টাকার বিনিময়ে এক আসামিকে মুক্তি দিয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, কালাইয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রেশমার ছেলে শাকিল, যিনি হত্যাচেষ্টা মামলার আসামি ছিলেন, তাকে গ্রেপ্তারের মাত্র ১০ ঘণ্টার মধ্যে ৭ লাখ টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয়। এ টাকার মধ্যে ওসির ভাগ ২ লাখ ও জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তার ভাগ ৫ লাখ বলে তিনি উল্লেখ করেন।
এ বিষয়ে জানতে শাকিলের মায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
অভিযোগের বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, “শাকিলকে একটি মামলায় সন্দেহভাজন হিসেবে থানায় আনা হয়েছিল। তবে তদন্তে তার সম্পৃক্ততা না পাওয়ায় তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।” তিনি আরও জানান, শাকিলের বিরুদ্ধে কোনো মামলা নেই এবং তিনি উপজেলার শৌলা গ্রামের মৃত বাবুল হাওলাদারের ছেলে।
ওসি কামাল হোসেন অভিযোগকে ‘ভিত্তিহীন ও অমূলক’ বলে দাবি করেছেন।
এ বিষয়ে পটুয়াখালী জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা আনোয়ার জাহিদের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, “এ বিষয়ে আমি কিছুই জানি না।”