বাগেরহাটের কচুয়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো: আলী হাসান এর যোগদান

উজ্জ্বল কুমার দাস, বাগেরহাট জেলা প্রতিনিধি।।
বাগেরহাটের কচুয়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মো: আলী হাসান যোগদান করেছেন।
৩০ জুলাই(বুধবার) তিনি কচুয়ায় নিজ কার্যালয়ে যোগদান করেন। এ সময় বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ ও কচুয়া উপজেলার বিভিন্ন কর্মকর্তা তাকে ফুল দিয়ে বরণ করেন।
কচুয়ায় যোগদানের পূর্বে তিনি ১ম বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি ও পরে তিনি যশোরের মনিরামপুর উপজেলা কার্যালয়ে সহকারী কমিশনার ভূমি হিসেবে কর্মরত ছিলেন। তিনি ৩৬ তম ব্যাচের বিসিএস অফিসার। কচুয়া উপজেলা বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ সাতক্ষীরার দেবহাটা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার হিসাবে বদলী হন।
নবাগত কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মো: আলী হাসান বলেন, ‘আমি কচুয়ার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চাই, এজন্য সবার সহযোগিতা কামনা করছি।