বাগেরহাটের কচুয়ায় প্রতিপক্ষের হামলায় নিহত -১ আহত ৭

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাটের কচুয়ায় প্রতিপক্ষের হামলায় মো.রাসেল শেখ (৩৫) নামে একজন নিহত হয়েছে।
সোমবার (৬ জানুয়ারী) আনুমানিক বিকাল সাড়ে তিনটার দিকে বাগেরহাটের কচুয়া উপজেলার রাড়ীপাড়া ইউনিয়নে নিহত যুবক রাসেলের বাড়ির সামনে এ ঘটনা ঘটেছে।
নিহত মো.রাসেল শেখ চন্দ্রপাড়া গ্রামের মৃত মো.আজিজ শেখের ছেলে।
ঘটনার সময় তার সাথে থাকা চন্দ্রপাড়া গ্রামের মো.সেলিম শেখের ছেলে রাজিব শেখ (৩২) নামে একজন আহত হয়েছে। জানা গেছে, চন্দ্রপাড়া গ্রামের নিহত যুবক ও প্রতিপক্ষের মধ্যে মেয়েলী ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মো. রাসেল ও তার সহযোগী রাজিব গুরুতর আহত হয়। এ ঘটনার পরে কচুয়া থানা পুলিশের সহায়তায় রাসেল ও রাজীবকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাসেল শেখকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে আহত রাজিব শেখ জানায়, এলাকার বেশ কয়েকজন চিহ্নিত ব্যক্তি পূর্ব পরিকল্পিত ভাবে তাদের উপর হামলা চালায় তারা আমাকেও আক্রমণ করলে আমি দৌড়ে বেঁচে গেছি।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাশেদুল আলম বলেন, আমরা মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে হাসপাতলে নিয়ে আসি পরে কর্তব্যরত চিকিৎসক রাসেল শেখকে মৃত বলে ঘোষণা করেন। নিহত রাসেল শেখের লাশ আগামীকাল ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।
এ ঘটনায় প্রতিপক্ষের হামলায় সাতজন আহত হয়েছে বলেও জানান তিনি।