সারাদেশ

বাগেরহাটে শিক্ষা প্রতিষ্ঠানে লটারি পদ্ধতি বাতিলের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

তরিকুল মোল্লা, বাগেরহাটে প্রতিনিধি।

বাগেরহাটে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির নামে লটারি পদ্ধতি বাতিলের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সাধারন শিক্ষার্থীরা।

 

রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা সরকারি স্কুল গুলোতে লটারির নামে জুয়া বন্ধ করে মেধার মাধ্যমে ভর্তি পদ্ধতি চালুর দাবী জানান।

 

মানববন্ধনে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, শেখ আল মামুন, আব্দুল্লাহ আল ফাহিম, মাইনিন ইসলাম, সোহানুর রহমান সাদী, নুসরাত ইসলাম তিশা, তামান্না তাইফা, আবদুল্লাহ মাশরাফি, আল জুবায়ের প্রমুখ।

 

মনববন্ধন শেষে শিক্ষার্থীরা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে লটারি পদ্ধতি বাতিলের দাবীতে বিক্ষোভ করেন। শিক্ষার্থীরা বলেন, আমাদের এই দাবি মানা না হলে আমরা এর থেকে বড় কর্মসূচি পালন করবো।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,