বাগেরহাটে সুপারি পাড়াকে কেন্দ্র করে হামলা, প্রবাসী আহত

বাগেরহাট জেলা প্রতিনিধি।।
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার কচুবুনিয়া গ্রামে নিজ বাগান থেকে সুপারি পাড়ায় বাধা দেওয়াকে কেন্দ্র করে এক প্রবাসী মারধরের শিকার হয়েছেন।
শনিবার (১১ অক্টোবর) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। হামলায় আহত কচুবুনিয়া গ্রামের ইসমাইল মোল্লার ছেলে রুস্তম মোল্লা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১১ অক্টোবর সকালে বাহরাইন প্রবাসী ইসমাইল মোল্লার ছেলে রুস্তম মোল্লার বাড়িতে বে-আইনীভাবে ভাবে বসত বাড়িতে প্রবেশ করে স্থানীয় ইউনুচ আলীর ছেলে শহিদুল শেখ, আবুয়াল শেখের ছেলে আলিম শেখ, হাসেম আলী শেখের ছেলে ইউসুফ আলী শেখ এবং আবুয়াল শেখের ছেলে শাহীন শেখ। তারা রুস্তম মোল্লার বাগান থেকে সুপারি পাড়লে রুস্তুম মোল্লা বাধা প্রদান করে। এ সময় হামলা কারীরা রুস্তম মোল্লাকে একা পেয়ে হামলা চালায়। হামলাকারীদের আঘাতে গুরুত্বর আহত হন বাহরাইন প্রবাসী রুস্তম মোল্লা। পরে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা আহত রুস্তুম মোল্লাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আহত প্রবাসী রুস্তম মোল্লা জানান, আমার নিজের সুপারি বাগান থেকে শহিদুল, আলিম, ইউসুফ ও শাহীন সুপারি পাড়তে গেলে আমি তাদের বাধা দিই। পরে তারা আমার প্রতি ক্ষিপ্ত হয়ে ১১ অক্টোবর সকালে মাছ ধরতে যাওয়ার সময় আমাকে একা পেয়ে মারধর করে। এই বিষয় নিয়ে বাড়াবাড়ি করলে প্রানে মেরে ফেলার হুমকি দেয় তারা। হামলার ঘটনা সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানান তিনি।
এ বিষয়ে মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতলেবুর রহমান বলেন, অভিযোগ পেলে পুলিশ তদন্ত সাপেক্ষে আইনানুগত ব্যবস্থা গ্রহন করবে।