তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধি।
“এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়” স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়ন পরিষদে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা ১১টায় রাখালগাছি ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তা মোঃ ইলিয়াস খানের সভাপতিত্বে এবং ইউপি সচিব চিরঞ্জিত বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাখালগাছি ইউনিয়ন বিএনপি’র সমন্বয়ক শেখ সাইফুজ্জামান বাবু, হাসান আল মামুন বাপ্পি, শেখ আল মাহমুদ দীপু, শেখ সেলিম উদ্দিন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাগেরহাট জেলা যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক শেখ মিজানুর মাহমুদ রাজন, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব, ইউনিয়ন বিএনপি’র সমন্বয়ক খান গোলজার হোসেন, সৈয়দ তৌহিদুল হক, শেখ নাজমুল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাকিম বিশ্বাস, ক্রীড়াবিদ শাহজাহান, বিএনপি নেতা মুরসালিন, ছাত্রনেতা নাহিদ হাসান সোহাগ প্রমুখ।
এ অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের অংশগ্রহণে বিষয়টির উপর প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এতে সুশাসন প্রতিষ্ঠায় গনতন্ত্র, দলীয় ও রাজনৈতিক প্রভাব মুক্ত বাংলাদেশ, জবাবদীহি মূলক সরকার, মেধা ও যোগ্যতার মূল্যায়ন, অন্যায়-অবিচার, মাদক, বাল্যবিবাহ প্রতিরোধে নিজেকে বদলানোর মাধ্যমে দেশ ও পৃথিবী বদলানোর বিষয়গুলো সামনে এসেছে।
বিকেলে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।