সারাদেশ

বাড়ি থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা, পতিতালয় থেকে আ.লীগ নেতা গ্রেপ্তার

প্রতিনিধি
জামালপুর

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ জামালপুর পৌর শাখার আহবায়ক সাইফুল ইসলাম কে শহরের বাইপাস এলাকার নিজ বাড়ি থেকে এবং জেলার মেলান্দহ পৌর আওয়ামী লীগের সহসভাপতি মাসুদ পারভেজ মুকুলকে শহরের রাণীগঞ্জ পতিতা পল্লী থেকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ।
গতকাল,বৃহস্পতিবার(৩০ জানুয়ারি) রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
আবু ফয়সাল মো. আতিক শুক্রবার (৩১ জানুয়ারি) বিকালে নিজের কক্ষে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানিয়ে বলেন,স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল জুলাই আগষ্টের ঘটনায় দায়ের করা দুই মামলায় এজাহার ভুক্ত আসামি।

জুলাই আগষ্টের ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে মেলান্দহ পৌর আওয়ামী লীগের সহসভাপতি মাসুদ পারভেজ মুকুলের বিরুদ্ধে। গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
এর আগে শহরের দেওয়ানপাড়ায় যুবলীগের ঝটিকা মিছিলে অংশ নেয়া জামালপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মমিনুল ইসলাম মোবারককে গ্রেপ্তার করে গতকালই আদালতে পাঠানো হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিক।

সাইফুল ও মুকুল কে সাংবাদিকদের সামনে উপস্থিত করা হলে স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল জয় বাংলা স্লোগান দিয়ে বলেন আমরা বঙ্গবন্ধুর সৈনিক।।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,