সারাদেশ

বানারীপাড়ায় দুই প্রিয় মানুষের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া

বানারীপাড়া প্রতিনিধি :
বরিশালের বানারীপাড়া বন্দর বাজারের  ঔষধ ব্যবসায়ী মাতৃ ঔষধালয়ের স্বতাধিকারী মোঃ আব্দুল হাই ১৭ই ডিসেম্বর সকাল ৭.৩০ মিনিটের সময় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিন ছেলে,এক মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।আসর নামাজ বাদ  বানারীপাড়া সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন মাঠে জানাজা শেষে তার  মরদেহ পৌরসভার ৪ নং ওয়ার্ডের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এছাড়াও একই দিনে পৌরসভার ৬ নং ওয়ার্ডের মরহুম আলী হোসাইন হাজারীর বড় ছেলে এবং মোঃ মিঠু হাজারীর বড় ভাই মোঃ জাহিদুল ইসলাম মিলন হাজারি আনুমানিক দুপুর ১২.৩০ মিনিটের সময় নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবত লিভার জনিত সমস্যায় অসুস্থ ছিলেন।তিনিও একজন সদালাপি ও হাস্যোজ্জল মানুষ ছিলেন।মৃত্যুকালে তিনি দুই মেয়ে এক ছেলে,স্ত্রী ও মা সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে  গিয়েছেন। রাত ৮ টায় বানারীপাড়া সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন মাঠে জানাজা নামাজ শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,