বানারীপাড়ার আলতা গ্রামের আব্দুল মজিদ মাঝি আর নেই
																																		বানারীপাড়া প্রতিনিধি।
বরিশালের বানারীপাড়ার সদর ইউনিয়নের আলতা গ্রামের আব্দুল মজিদ মাঝি আর নেই। তিনি আজ বার্ধক্য জনিত কারনে বিকাল ৫টায় বানারীপাড়া হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না……..রাজিউন)। তিনি মৃত আব্দুল কাদের মাঝির জেষ্ঠ্য সন্তান। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় ৯০ বছর। তিনি হযরত শাহ সুফি দরবেশ মেছের মাঝির ভাইয়ের ছেলে। মৃত্যুকালে তিনি চার ছেলে, দুই কন্যা সন্তান ও নাতী পুতি সহ অসংখ্য গুনগ্রহী রেখে যান।
মরহুমের নামাজের জানাজা সকাল ১০ টায় বানারীপাড়া সদর ইউনিয়নের আলতা গ্রামে অবস্থিত হযরত শাহ সুফি দরবেশ মেছের মাজি ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হইবে। জানাযা শেষে তাকে পারিবারিক করবস্থানে দাফন সম্পন্ন করা হবে বলে তার পরিবার সূত্রে জানা গেছে।
        
                        


                        
