সারাদেশ

বানারীপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তফা সরদারের মৃত্যুতে প্রেসক্লাব সহ বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ

মোঘল সুমন শাফকাত, বানারীপাড়া। 
বরিশালের বানারীপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি
উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের সাবেক সভাপতি,  বিডিএসএর সাবেক এরিয়া ম্যানেজার বানারীপাড়া বাসীর প্রিয় মুখ এটিএম মোস্তফা সরদার (৬২) ইন্তেকাল করেছেন। ২৮ ফেব্রুয়ারী শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ১লা মার্চ শনিবার সকাল ৯ টায় বানারীপাড়া সরকারি ইউনিয়ন ইনষ্টিটিউশন বিদ্যালয়( হাইস্কুল) মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পৌরসভার ১নং ওয়ার্ডের সরদার বাড়ির পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। সদালাপী মোস্তফা সরদারের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বানারীপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঘল সুমন শাফকাত সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,