বালিয়াডাঙ্গীতে পুষ্টিসমৃদ্ধ জিংক ধান ও গমের প্রচারে স্কুল সেনসিটাইজেসন প্রোগ্রাম অনুষ্ঠিত

মোঃ ইলিয়াস আলী, নিজস্ব প্রতিবেদকঃ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে হারভেস্টপ্লাসের বাস্তবায়নে ‘রিয়েক্টস-ইন’ প্রজেক্টের আওতায় ‘জিংক ধান ও জিংক গম’ শীর্ষক “স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম” অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) আরডিআরএস (RDRS) বাংলাদেশ এর আয়োজনে ও পরিচালনায় জেলার বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ আর আলী স্কুল এন্ড কলেজ ও লোলপুকুর ডিএম উচ্চ বিদ্যালয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম” অনুষ্ঠিত হয়।
এ সময় পৃথক দুটি বিদ্যালয়ের মধ্যে কালমেঘ আর আলী স্কুল এন্ড কলেজে সভাপতিত্ব করেন অত্র স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুলাহিল বাকী ও লোলপুকুর ডিএম উচ্চ বিদ্যালয়ে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু বক্কর সিদ্দিক সরকার । অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রিএক্টস-ইন প্রজেক্টের টেকনিক্যাল অফিসার মোজাম্মেল শেখ।
এছাড়াও অনুষ্ঠানে ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারাও বক্তব্য প্রদান করেন।
এসময় দুটি প্রতিষ্ঠানের প্রায় ২০০ জনেরও বেশি শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বক্তারা জিংক ধান ও গমের উপকারিতা, মানব দেহে জিংকের প্রয়োজনীয়তা, জিংক গমের রুটি ও জিংক ধানের ভাত নিয়মিত খাওয়ার মাধ্যমে জিংকের ঘাটতি মেটানো সহ ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।