বিজয় দিবস রাত্রিকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান

মশি উদ দৌলা রুবেল ফেনী:
মহান বিজয় দিবস উপলক্ষে রাত্রিকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।২৪ শে ডিসেম্বর মঙ্গলবার রাতে ছাগলনাইয়া পৌরসভার ৫ নং ওয়ার্ড পশ্চিম ছাগলনাইয়া শীল পাড়া এলাকায় এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়।খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,ছাগলনাইয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক কফিল উদ্দিন সরকার।বিশেষ অতিথি ছিলেন,ছাগলনাইয়া পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মনির আহাম্মদ খোকন,বিশিষ্ট সমাজ সেবক রিয়াজ উদ্দিন টিপু,কয়লা বাজার বিএনপির সাবেক সহসভাপতি মো:হানিফ।
বক্তব্য রাখেন সাংবাদিক আবদুল আউয়াল চৌধুরী, সাংবাদিক নজরুল ইসলাম চৌধুরী।উক্ত ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন,ছাগলনাইয়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এমরান হোসেন।সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফেনী জেলা ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ আল নোমান।অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাগলনাইয়া পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাজোয়ার হোসেন ফারদিন।