সারাদেশ

বেনাপোলে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য শ্রী শ্রী ব্রক্ষ হরিদাস ঠাকুরের পাঠবাড়ী আশ্রমে প্রার্থনা অনুষ্ঠান 

জাকির হোসেন, বেনাপোল প্রতিনিধি:
তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, গনতন্ত্রের মা, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক  সুস্থতা ও দীর্ঘয়ু কামনায় বিশেষ প্রার্থনা সভা আজ  বুধবার বিকালে নামাচার্য শ্রী শ্রী ব্রক্ষ হরিদাস ঠাকুরের পাটবাড়ী আশ্রম বেনাপোলে অনুষ্ঠিত হয়েছে।
শার্শা উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি  তাপস বিশ্বাসের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি।
বেনাপোল হরিদাস ঠাকুর আশ্রমের প্রধান পুরোহিত  মাধব দাশ বাবাজি মহারাজ  পৌরহিত্ব করেন।
প্রধান অতিথি মফিকুল হাসান তৃপ্তি বলেন, এদেশ কোন এক সম্প্রদায়ের মানুষের না। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও মুসলিম  সম্প্রদায়ের সম্মেলিত মানুষের দেশ বাংলাদেশ।এসময় তিনি দেশ নেত্রী বেগম  খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দেশবাসী সহ শার্শা উপজেলা বাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
 এসময়  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন, সাধারন সম্পাদক আবু তাহের ভারত, সহ- সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ, থানা বিএনপির যুগ্ন সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, তাজ উদ্দিন আহমেদ,শার্শা থানা  যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, শার্শা পুজা উৎযাপন কমিটির সভাপতি  শ্রী বৈদ্যনাথ দাশ,সাধারন সম্পাদক জয়দেব কুমার, পাটবাড়ী আশ্রমের সাধারন  শুকুমার দেবনাথ সহ
 শার্শা উপজেলার  ২৯টি পুজা মন্ডবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,