সারাদেশ

বোরহানউদ্দিনে শিশু ইশরাক হত্যার ১মাস পেড়িয়ে গেলেও আসামীরা ধরাছোয়ার বাহিরে

রিয়াজ ফরাজি
ভোলার বোরহানউদ্দিনে আলোচিত শিশু ইশরাক হত্যার ১মাস পেড়িয়ে গেলেও এখন পর্যন্ত মামলার কোনো অগ্রগতি না হওয়া ও সন্দেহভাজন গ্রেফতারকৃত আসামী বশির কে রিমান্ডে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ না করা, মামলার তদন্তকারী কর্মকর্তা কতৃক শিশু ইশরাকের মা ইয়ানুর বেগম কে ভিন্ন প্রস্তাব দিয়ে মামলা কে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টাসহ নানা অভিযোগ এনে মানববন্ধন করেছে বোরহানউদ্দিন উপজেলার সর্বস্তরের জনগন।
সোমবার (৩০ডিসেম্বর) সকাল ১১টায় বোরহানউদ্দিন থানার সামনে উপজেলার সর্বস্তরের জনগনের ব্যানারে ইশরাকের পরিবারের সদস্য, সাধারণ জনগন, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিশু ইশরাকের মামা সাগর হোসেন বলেন, দীর্ঘ ১৭ বছর  পর আমার বোনের একটি পুত্র সন্তান হয়। ভাগিনার ৪বছর পূর্ন হওয়ার পর গত ২১নভেম্বর আমার ভাগিনা নিখোঁজ হওয়ার কয়েকঘন্টা পর পার্শ্ববর্তী কলাবাগান থেকে স্থানীয়রা তার মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় আমার বোন ২২নভেম্বর বোরহানউদ্দিন থানায় একটি হত্যা মামলা দায়ের করলে ডিবি পুলিশ সন্দেহভাজন হিসেবে তার চাচা বশির কে গ্রেফতার করে। কিন্তু হত্যার একমাস পাড়িয়ে গেলেও এখন পর্যন্ত কোনো আসামী শনাক্ত না হওয়ায় পকৃত আসামীরা এই মামলা থেকে বেড় হয়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করছি। এছাড়া মামলার তদন্তকারী কর্মকর্তা আমার বোন কে থানায় ঢেকে এনে মামলা ভিন্নখাতে প্রবাহিত করার জন্য প্রস্তাব রাখেন। এ মামলার গ্রেফতারকৃত সন্দেহভাজন আসামী বশির স্থানীয়ভাবে হত্যার দায় স্বীকার করলেও গত একমাসে এখন পর্যন্ত পুলিশ তাকে রিমান্ডে এনে কোনো জিজ্ঞাসাবাদ করেননি।
মামলার তদন্তের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে ভোলার লালমোহন সার্কেল এ.এস.পি বাবুল আক্তার গনমাধ্যমকে জানান, চার বছরের শিশু ইশরাক হত্যায় আমাদের বোরহানউদ্দিন থানায় ইতিমধ্যে নিয়মিত একটি হত্যা মামলা রুজু হয়েছে। এই হত্যাকান্ডে জড়িত থাকার সন্দেহে বোরহানউদ্দিন থানা পুলিশ কতৃক ৩জনকে গ্রেফতার করা হয়েছে। এই হত্যাকান্ডের বিষয়টি আমাদের ভোলা জেলা এসপি স্যার সার্বক্ষনিক মনিটরিং করছেন আমি আশা করি অতীশিগ্রই এই মামলার একটি ভালো ফলাফল আপনাদের কাছে দিতে পারবো। মামলার তদন্তকারী কর্মকর্তার অসহযোগিতার ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, বাদী পক্ষের অভিযোগ পেলে যাচাই বাচাই সাপেক্ষে এসপি স্যারের নির্দেশে মামলার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করে দেয়া হবে।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং