সারাদেশ

ভবণ নির্মাণের লক্ষ্যে  শাহরাস্তি প্রেসক্লাবের সভা অনুষ্ঠিত 

হাসান আহমেদ।। শাহরাস্তি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে ২১ ডিসেম্বর শনিবার শাহরাস্তি প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। ২০২৪ সালের সর্বশেষ সভা হিসেবে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় উক্ত সভায়। নবাগত সদস্যদের প্রথমবারের মতো সভায় যোগদান উপলক্ষে সকলের মাঝে এ সভার আলাদা গুরুত্ব বহন করে। সভায় প্রেসক্লাবের নিজস্ব সম্পত্তিতে মাটি ভরাট ও ভবন নির্মাণের লক্ষ্যে ৩ সদস্যদের উপকমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও ২০২৪ সালের বার্ষিক আয় ব্যয়ের হিসাব‌‌‌ ৩১ ডিসেম্বর উপস্থাপনের জন্য অর্থ সম্পাদকে নির্দেশ প্রদান করা হয়। শাহরাস্তি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দিনের অসুস্থতার কারণে অর্থ সম্পাদক মোঃ জামাল হোসেনকে সাংগঠনিক সম্পাদকের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়। দৈনিক আমার দেশ প্রতিনিধি শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি সজল পাল, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম হৃদয়, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান সেন্টু, অর্থ সম্পাদক জামাল হোসেন, দপ্তর সম্পাদক মহিউদ্দিন, সাংবাদিক হাছানুজ্জামান, হাসান আহমেদ, জসিম উদ্দিন, ফয়সাল আহমেদ, আহসান হাবীব, রোমানা বিলকিস, মোসাদ্দেক হোসেন জুয়েল, জাহাঙ্গীর আলম, রকি চন্দ্র সাহা প্রমুখ।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,