খেলাধুলা

ভারত বনাম অস্ট্রেলিয়া : বর্ডার গাভাস্কার ট্রফি (BGT)। সর্বশেষ ১০ সিরিজে ভারতের কাছে অস্ট্রেলিয়ার অসহায় আত্মসমর্পণ।

আদনান বিন হান্নান:

ভারত বনাম অস্ট্রেলিয়া বর্ডার গাভাস্কার ট্রফি :

বর্ডার-গাভাস্কার  ট্রফিতে ভারত অস্ট্রেলিয়ার মুখোমুখি সাক্ষাৎকারের ইতিহাস নিয়ে আলোচনা করা যাক।

ছবি : সংগৃহীত

দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে, বর্ডার গাভাস্কার ট্রফি অধরা অস্ট্রেলিয়ার কাছে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে অস্ট্রেলিয়ার আধিপত্য যুগ যুগ ধরে ক্রিকেট প্রেমিদের মন জয় করে আসলেও বর্ডার গাভাস্কার ট্রফিতে, বিগত দুই টি সিরিজে ভারতের কাছে টানা সিরিজ হার যেন অস্ট্রেলিয়ার কাছে বিগত সিরিজ গুলোরই পুনরাবৃত্তি। চলমান ২০২৪-২৫ সিরিজেও প্রথম ম্যাচে ভারতের জয়ই প্রমান দেয় কতটা মরিয়া ভারত, সিরিজ জয়ের পাশাপাশি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিজেদের জায়গা পাকাপোক্ত করে নেওয়ার জন্য। ইতিহাস বলছে এই লড়াইয়ে ভারতের জয়ের পাল্লাই বেশি।

বর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারত-অস্ট্রেলিয়া মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যান :

বর্ডার-গাভাস্কার ট্রফিতে দুই দলের মধ্য মোট টেস্ট ম্যাচ  সম্পন্ন হয়েছে ৫৭ টি। অস্ট্রেলিয়া জিতেছে ২০টি ম্যাচ। ভারত জিতেছে ২৫টি টেস্ট। ১২টি টেস্ট ড্র হয়েছে। দুই দল  ১৯৯৬-৯৭ সিজন থেকে বর্ডার-গাভাস্কার ট্রফির মোট ১৬টি টেস্ট সিরিজে অংশ নিয়েছে । অস্ট্রেলিয়া জিতেছে ৫টি সিরিজ এবং ভারত জয় লাভ করেছে  ১০টি সিরিজে। ২০০৩-০৪ সিজনে  ১টি টেস্ট সিরিজ ১-১ সমতায় ড্র হয়।  

বর্ডার-গাভাস্কার ট্রফির শেষ ১০ টি সিরিজের মধ্যে ভারত জিতেছে ৭ টি সিরিজ। অস্ট্রেলিয়া জিতেছে ৩ টি সিরিজ। অস্ট্রেলিয়া শেষবার বর্ডার-গাভাস্কার ট্রফি জেতে ২০১৪-১৫ সিজনে। নিজেদের ডেরায় অজিরা সেবার ভারতকে ২-০ ব্যবধানে পরাজিত করে।

বর্ডার-গাভাস্কার ট্রফির শেষ ১০টি সিরিজের ফলাফল :

১. ২০০৭-০৮ সিজনে ভারত ৪ টেস্টের সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় যায়। অস্ট্রেলিয়া ২-১ ব্যবধানে পরাজিত করে ভারতকে।

২. ২০০৮-০৯ সিজনে ৪ টেস্টের সিরিজ খেলতে ভারতে আসে অস্ট্রেলিয়া। টিম ইন্ডিয়া ২-০ব্যবধানে সিরিজ জিতে নেয়। অর্থাৎ, সিরিজের ২টি টেস্ট জেতে ভারত। অস্ট্রেলিয়া সেবার কোন ম্যাচ ড্র করতে পারে নি।  

৩. ২০১০-১১ সিজনে ২ টেস্টের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যায় ভারত। টিম ইন্ডিয়া ২-০ ব্যবধানে সিরিজ জিতে অজিদেরকে হোয়াইট ওয়াশ করে।

৪. ২০১১-১২ সিজনে ৪ টেস্টের সিরিজ খেলতে ফের অস্ট্রেলিয়ায় যায় টিম ইন্ডিয়া। ভারতীয় দল সেবার ৪-০ ব্যবধানে সিরিজ হেরে দেশে ফেরে ।

৫. ২০১২-১৩ সিজনে ৪ টেস্টের সিরিজ খেলতে ভারতে আসে অস্ট্রেলিয়া। টিম ইন্ডিয়া সেবার ৪-০ ব্যবধানে সিরিজ জিতে বিগত সিরিজের প্রতিশোধ সম্পন্ন করে ।

৬. ২০১৪-১৫ সিজনে ভারত ৪ টেস্টের সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় যায়। অস্ট্রেলিয়া ২-০ ব্যবধানে পরাজিত করে ভারতকে। যা বিগত ১০ বছরে ভারতের বিপক্ষে অজিদের একমাত্র সিরিজ জয়।

৭. ২০১৬-১৭ সিজনে ৪ টেস্টের সিরিজ খেলতে ভারতে আসে অস্ট্রেলিয়া। ভারত  ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় অজিদের বিপক্ষে।

৮. ২০১৮-১৯ সিজনে ৪ টেস্টের সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় যায় ভারত। টিম ইন্ডিয়া ২-১ ব্যবধানে সিরিজ জিতে দেশে ফেরে। অর্থাৎ, সিরিজের ২টি টেস্ট জেতে ভারত। অস্ট্রেলিয়া জেতে ১টি টেস্ট এবং ১টি টেস্ট ম্যাচ ড্র হয়।

৯. ২০২০-২১ সিজনে ৪ টেস্টের সিরিজ খেলতে ফের অস্ট্রেলিয়ায় যায় টিম ইন্ডিয়া। অজিরা ফেভারিটের তকমা নিয়ে মাঠে নামলেও অস্ট্রেলিয়া সেবারও ২-১ ব্যবধানে  সিরিজ হারে ভারতের কাছে।  

১০. ২০২২-২৩ সিজনে ৪ টেস্টের সিরিজ খেলতে ভারতে আসে অস্ট্রেলিয়া। টিম ইন্ডিয়া ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয়। অর্থাৎ, সিরিজের ২টি টেস্ট জেতে ভারত। অস্ট্রেলিয়া জেতে ১টি টেস্ট এবং ১টি টেস্ট ম্যাচ ড্র হয়।

২০২৪-২৫ সিজনের বর্ডার গাভাস্কার ট্রফি  চলমান৷ প্রথম ম্যাচ জিতে ভারত সিরিজের ড্রাইভিং সিটে থাকলেও, পরবর্তী লড়াই গুলো হবে হাড্ডাহাড্ডি এবং আরোও অনেক বেশি আকর্ষণীয়।  ক্রিকেট এনালাইসিস  এবং দর্শকরা তাই মনে করছেন।

You may also like

Uncategorized খেলাধুলা

সরকারি আশেক মাহমুদ কলেজ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ফারিয়াজ ফাহিম জামালপুর জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পেনাল্টি শুট আউটে ব্যবস্থাপনা বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি
খেলাধুলা

সাতক্ষীরায় সাফ চ্যাম্পিয়ন তিন নারী ফুটবলারকে গণসংবর্ধনা

মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা :: সাতক্ষীরায় সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন, ডিফেন্ডার মাছুরা পারভীন ও ডিফেন্ডার আফঈদা