রাজনীতি সারাদেশ

মনোনয়ন না পেয়েও থেমে নেই হাজী ইয়াছিনের প্রচার: উন্নয়ন ভাবনা তুলে ধরছেন সমর্থকরা

হাবিবুর রহমান মুন্না।।

প্রাথমিক মনোনয়ন না পেলেও থেমে নেই কুমিল্লা–৬ (সদর- সদর দক্ষিণ ) আসনের বিএনপি নেতা হাজী আমিনুর রশিদ ইয়াছিনের সমর্থকরা। বিএনপির ৩১ দফা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত “রাষ্ট্রকাঠামো মেরামত” কর্মসূচিকে সামনে রেখে কুমিল্লার উন্নয়ন ভাবনা ও ভবিষ্যৎ অঙ্গীকার তুলে ধরছেন তারা।

শনিবার (১৫ নভেম্বর) সকালে কুমিল্লায় বিএনপির জেলা কার্যালয় থেকে ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম, গণসংযোগ ও বিভিন্ন প্রচারণামাধ্যমে কুমিল্লার সম্ভাবনা, উন্নয়ন পরিকল্পনা ও পরিবর্তনের অঙ্গীকার প্রচার করছেন ইয়াছিনের সমর্থকরা।

সমর্থকদের দাবি, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নই দেশের গণতান্ত্রিক কাঠামো পুনর্গঠনের ভিত্তি। আর সেই কাঠামোর অংশ হিসেবে কুমিল্লাকে আধুনিক, পরিকল্পিত ও সেবামুখী নগরে রূপান্তর করাই তাদের লক্ষ্য।

তাদের ভাষ্য অনুযায়ী—অবকাঠামো উন্নয়ন, যুবকদের কর্মসংস্থান, শিক্ষা–স্বাস্থ্য খাতে যুগোপযোগী সংস্কার, সুশাসন প্রতিষ্ঠা এবং জনবান্ধব প্রশাসনই হবে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার মূল ধারা।

সমর্থকরা আরও বলেন, মনোনয়ন না পেলেও ইয়াছিনের প্রতি জনগণের ভালোবাসা, রাজনীতিতে তাঁর ত্যাগ–নিষ্ঠা ও দীর্ঘদিনের আদর্শিক অবস্থানই তাদের আন্দোলন ও প্রচেষ্টার সবচেয়ে বড় শক্তি।

তাদের বিশ্বাস, সংকটময় সময়ে ত্যাগ ও আদর্শিক অবস্থানই প্রমাণ করে কে প্রকৃতপক্ষে জনগণের নেতা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,