সারাদেশ

ময়মনসিংহে ৪৪ কেজি গাঁজা ও পিকআপসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাতব্যাপী অভিযানে ৪৪ কেজি গাঁজা ও একটি পিকআপ গাড়িসহ আন্তজেলা মাদক ব্যবসায়ীক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মহানগরীর আকুয়া বাইপাস এলাকা থেকে বুধবার ভোরে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, মোঃ শাকিল মিয়া ও মোঃ রনি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২৬ মার্চ বুধবার ভোর রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনির নেতৃত্বে একটি চৌকস দল নগরীর আকুয়া বাইপাস এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ৪৪ কেজি গাঁজা এবং গাজা বোঝাই একটি পিকআপ গাড়ি ও গাজা বিক্রিতে ব্যবহৃত একটি মোবাইলসহ আন্তঃজেলা মাদক বিক্রি ও পাচার চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরের মলাই মিয়ার ছেলে মোঃ শাকিল মিয়া এবং একই জেলার আকসিনা পূর্বপাড়ার সেলিম মিয়ার ছেলে মোঃ রনি। তাদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং