সারাদেশ

মহেশপুরের ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

মহেশপুর (ঝিনাইদহ) থেকে মোঃ আজাদঃ ০৯.০১.২০২৫ইং।
ঝিনাইদহের মহেশপুরে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে সাগর হোসেন (১৯) নামে ইম্পেক্স মটরের কর্মচারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন। বৃহস্পতিবার দুপুরে মহেশপুর-খালিশপুর সড়কের ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর হোসেন উপজেলার ঘুগরি পান্তাপাড়া গ্রামের মনসুর আলীর ছেলে। সে ১০ দিন আগে ইমপেক্স মোটরে কর্মচারী হিসেবে কাজ শুরু করেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মহেশপুরের ইম্পেক্স মটরের কর্মচারী সাগর হোসেন সার্ভিসিং করা মোটরসাইকেল ট্রায়েলের জন্য বের হলে মহেশপুর-খালিশপুর সড়কের ব্র্যাক অফিসের সামনে পৌঁছালে রাস্তার উপরে স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় রকি নামের ওই মোটরসাইকেলের মালিক আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে মৃতদেহ উদ্ধার করে মহেশপুর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং