সারাদেশ

“মানুষের অধিকার ফাউন্ডেশন” মৌলভীবাজার সদরের কমিটি গঠন 

জায়েদ আহমেদ, মৌলভীবাজার প্রতিনিধি:
মানবাধিকার নিয়ে কাজ করা সংগঠন ‘মানুষের অধিকার ফাউন্ডেশন’ মৌলভীবাজার সদর উপজেলা ইউনিটের কমিটি গঠন করা হয়েছে।
রোববার ১৫ ডিসেম্বর এডভোকেট জামাল আহমেদকে সভাপতি ও আহমেদ রনিকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সহসভাপতি মাখনুনুর রহমান, মো: আবদাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক রায়হান মুহমুদ সামাদ, রোনালদো ধর, সাংগঠনিক সম্পাদক শাহেদ আহমেদ দিহান, সহ-সাংগঠনিক সম্পাদক তৌফিক আলম, প্রচার সম্পাদক সৈয়দ তপু আলী, মানবাধিকার সম্পাদিকা রাজমিন আক্তার, শিক্ষা বিষয়ক সম্পাদক সায়েম আহমেদ আলিফ, মিডিয়া সম্পাদক মীর জুয়েল, পরিবেশ সম্পাদক মো: মুজিবুর রহমান, যোগাযোগ বিষয়ক সম্পাদক মো. সাব্বির আহমেদ, ধর্মীয় বিষয়ক সম্পাদক শাহ আলম শিকদার, আইসিটি সম্পাদক জাহেদুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক শাহ আলম, সম্মানিত সদস্য তোফায়েল খান, খয়েছ খান।
সংগঠনের প্রতিষ্টাতা চেয়ারম্যান মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট নিয়ামুল হক জানান- মানুষের অধিকার ফাউন্ডেশন একটি মানবাধিকার সংস্থা। মৌলভীবাজার জেলায় ২০১৪ সাল থেকে মানবাধিকার সুরক্ষায় মানুষের জন্য কাজ করে আসছে।
সংগঠনটি ঝড়েপড়া শিশুদের শিক্ষার ব্যবস্থা করা সহ মানবাধিকার সক্রান্ত কর্মসূচী পালন করে থাকে। এছাড়া মানবাধিকাররের শিক্ষা দেশব্যাপী ছড়িয়ে দিতে “মানবাধিকার পাঠশালা” নামক স্কুলভিত্তিক একটি কর্মসুচি হাতে নিয়েছে। বিগত স্বৈরাচার সরকারের আমলে দেশে মানবাধিকার সম্পূর্ণরুপে বিলুপ্ত ছিল। মানবাধিকার নিয়ে কাজ করতে গেলে পোহাতে হয়েছে নানা প্রতিবন্ধকতা ও হয়রানীর শিকার।
তিনি বলেন, মৌলভীবাজারে ব্যাপকভাবে মানবাধিকার নিয়ে কাজ করার লক্ষ্য প্রতিটি উপজেলায় কমিটি গঠনের কাজ চলছে। তিনি সকলের সহযোগীতা কামনা করেন এবং আগ্রহীদের সদসস্যপদ গ্রহনেরও আহ্বান জানান।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং