মিরসরাইয়ে জামায়াতে ইসলামী’র উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি::
চট্টগ্রামের মিরসরাইয়ে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১নং মঘাদিয়া ইউনিয়ন ও যুববিভাগের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার তিনঘরিয়া টোলা এলাকার বাহার চৌধুরী নূরীয়া দাখিল মাদরাসা মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। সন্ধ্যায় শুরু হওয়া টুর্নামেন্টটি মধ্যরাতে ফাইনাল অনুষ্ঠিত হয়। খেলায় ফাইনালে বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন হয়
‘আহরামুল্লাহ মাদবার বাড়ী’ টিম এবং রানার্সআপ হয় দিদার মালিকানাধীন ‘নানা ভাই’ টিম।
সাবেক ছাত্রনেতা, মিরসরাই থানা জামায়াতে ইসলামীর যুববিভাগের সাবেক সহ-সভাপতি আহমেদ রাকিব এবং যুবনেতা রেজাউল করিমের সার্বিক তত্বাবধানে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারী জেনারেল আব্দুল জব্বার।
এসময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক নেতা তৌহিদুল ইসলাম, জামায়াতে ইসলামী ১১নং মঘাদিয়া ইউনিয়ন শাখার সাবেক সভাপতি মাওলানা নাসির উদ্দীন, বর্তমান সভাপতি অহিদুল ইসলাম শহিদ, ইউনিয়ন সেক্রেটারী ডা: নুর উদ্দিন, আবুতোরাব ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা নজরুল ইসলাম, উত্তর জেলা যুবদল নেতা মিল্লাত চৌধুরী, উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আমজাদ হোসাইন, সাবেক উপজেলা ছাত্রদল নেতা আনোয়ার হোসাইন, সাবেক ছাত্র নেতা আরিফ হোসেন খোকন, জাবেদ ভূঁইয়া, ফজলুল হত, ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা ইকরাম হোসেন, মঘাদিয়া ইউনিয়ন ছাত্রশিবির নেতা মোহাম্মদ মামুন, সাবেক তিনঘরিয়া টোলা ওয়ার্ড শিবির সভাপতি মেজবাহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেনসহ জামায়াত-শিবিরের বিভিন্ন নেতৃত্ববৃন্দ।
এসময় আয়োজকরা জানান, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদী শাসনের অবসানের পর প্রথমবারের মতো ১৬ই ডিসেম্বর মহান বিজয় উৎযাপনে সারাদেশে আনন্দ মেতেছে দেশবাসী। সেই ধারাবাহিকতায় যুবকদের মাঝে বিজয়ের আনন্দ ছড়িয়ে দিতে আমাদের এই জমকালো আয়োজন। এসময় খেলায় স্থানীয় ৮টি দল অংশগ্রহণ করে।