মীরসরাই ( চট্টগ্রাম) প্রতিনিধি॥ চট্টগ্রামের মীরসরাইয়ে এক প্রবাসীর নির্মানাধীন ভবনে চাঁদা না পেয়ে মীরসরাই পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরহাদ হোসেন তুহিনের বিরুদ্ধে প্রবাসীর ভবনে হামলার অভিযোগ উঠেছে। হামলার ঘটনায় প্রবাসী সোলেমানের শ্বশুর, শ্বাশুড়ী, শ্যালকসহ ৫জন আহত হয়েছে। মীরসরাই সদরে প্রবাসী সোলেমানের নির্মাণাধীন ভবনে সশস্ত্র হামলার একাধিক ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এই ঘটনায় চট্টগ্রাম আদালতে প্রবাসীর শ্বশুর সিরাজুল হক বাদি হয়ে একটি ফৌজদারি মামলা দায়ের করেন।
এই ব্যাপারে প্রবাসী সোলেমান জানান, গত ২ ডিসেম্বর সকালে মীরসরাই পৌরসভার ৪ নং ওয়ার্ড প্রাণী সম্পদ কার্যালয় সংলগ্ন আমার স্বামী প্রবাসী সোলেমানের কাছে স্থানীয় মীরসরাই পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরহাদ হোসেন তুহিনের নেতৃত্বে ফরিদ, আলাম, ও হারুন এই চারজন প্রথমে ২০ লাখ টাকা পরবর্তীতে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নির্মাণাধীন বাড়ির পার্কিং গ্যারেজের দেয়ালের গাঁথুনি ভেঙে ফেলে তারা। এসময় নির্মাণাধীন শ্রমিকদের সাথে তাদের হাতাহাতির ঘটনা ঘটে। হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে তুহিনের ভাই ফরিদ ধারালো ছুরি দিয়ে আমাদের পরিবারের ওপর হামলা চালায়। এতে করে আমার শাশুড়ি বিবি ফাতেমা (৫৫), শ্বশুর সিরাজুল হক (৫৮) এবং শ্যালক আলী আকবর (৩৫) সহ ৫জন আহত হয়। আহতদের মীরসরাই থানা পুলিশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে চিকিৎসা দিতে গেলে সেখানেও ২০ থেকে ২৫ জন সন্ত্রাসী আবারে তাদের ওপর পুনরায় হামলা চালায় ও অপহরণের চেষ্টা করে।
তিনি আরো জানান, আহতরা প্রাথমিক চিকিৎসা শেষে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিতে গেলে থানায় প্রবেশ করতে দেয়া হয়নি। উল্টো আমার পরিবারের বিরুদ্ধে থানায়মামলা দায়ের করে হুমকি ধামকি দিচ্ছে। পরে আমাদের পরিবারের পক্ষ থেকে চট্টগ্রাম আদালতে স্থানীয় চারজনের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।
মামলা করায় আসামীদের ক্রমাগত হুমকি ধামকিতে প্রবাসীর পরিবারের লোকজন বাড়ি ছাড়া হয়ে মানবেতর জীবন-যাপন করছেন বলে স্থানীয় সাংবাদিক কাছে অভিযোগ করেন প্র্রবাসী সোলেমানের স্ত্রী ফাহিমা আক্তার লিমা।
এই ব্যাপারে অভিযুক্ত মীরসরাই পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরহাদ হোসেন তুহিন অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, জমির মালিকানা সংক্রান্ত সাবেক বিএনপির এমপি এমএ জিন্নাহ এর সাথে তাদের মামলা রয়েছে। বিরোধপূর্ণ এলাকায় সোলেমান কাজ করছিল। কাজে বাঁধা দিতেই তার লোকজন হামলা করে। এতে আমার বাম হাতের তিন স্থানে ভেঙে গেছে। হামলার ঘটনায় প্রবাসী সোলেমানের বিরুদ্ধে মীরসরাই থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, এ ব্যাপারে অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।