সারাদেশ

মুক্তি পেয়ে ফের গ্রেপ্তার এড়াতে দেয়ার টপকে পালালেন- চেয়ারম্যান রুবেল 

রাজন হোসেন তৌফিকুল মৌলভীবাজারঃ
ফের গ্রেফতার এড়াতে কারাগারের ছোট দেয়াল টপকে পালালেন ইউপি চেয়ারম্যান রুবেল উদ্দিন। জেল থেকে মুক্তি পেয়ে তিনি এই কাণ্ডটি ঘটিয়েছেন।
(২৭) ডিসেম্বর   শুক্রবার দুপুরে মৌলভীবাজারের গোমড়া এলাকার মৌলভীবাজার জেলা কারাগার এলাকায় ঘটনাটি ঘটেছে।   পালানোর বিষয়টি এখন মৌলভীবাজারে টক অব দ্যা টাউন।
 মৌলভীবাজার জেলা কারাগার সূত্র জানায়, গত ৩০ অক্টোবর বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের মামলায় মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের চেয়ারম্যান রুবেল উদ্দিন গ্রেফতার হোন। এক মাস ২৭ দিন কারাভোগের পর আজ (২৭ ডিসেম্বর) তিনি জামিনে মুক্তি পান।
 মুক্তি পাওয়ার পর কারাগারের প্রধান ফটকে গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে ফের গ্রেফতার এড়াতে রুবেল উদ্দিন প্রধান ফটক দিয়ে বের না হয়ে কারাগারের পাশের ছোট দেয়াল টপকে পালিয়ে যান।
 বিভিন্ন গোয়েন্দা সূত্রে জানা গেছে, রুবেল উদ্দিনের বিরুদ্ধে কুলাউড়া, শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদর মডেল থানায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের দায়ের করা একাধিক মামলা রয়েছে।
 মৌলভীবাজার জেলা কারাগারের জেল সুপার মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, যথাযথ নিয়ম অনুযায়ী তিনি জামিনে মুক্তি পেয়েছেন।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং