মেলান্দহে স্কুল শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগ উঠেছে
ফারিয়াজ ফাহিম
জামালপুর
জামালপুর জেলার মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌরসভার “হাজরাবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয়”-এর সহকারী শিক্ষক এস এম তৌহিদুল ইসলাম ওরফে (লুলু) এর বিরুদ্ধে শিক্ষার্থীর, অশোভন আচরণ ও শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ এনেছেন শিক্ষার্থী,অভিভাবক ও এলাকাবাসী।
অভিযোগ এনে গত(বুধবার)সকাল থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন শুরু করে।ক্লাস বর্জন সহ ওই স্যারের অপসারণের দাবিতে লাগাতর কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা।
এদিকে অভিযোগে বলা হয়েছে, তিনি শিক্ষার্থীদের ক্লাস চলাকালে মেয়েদের সঙ্গে অশোভন ব্যবহার, এবং বিভিন্ন বাজে ইঙ্গিত প্রদর্শনসহ একাধিক গুরুতর অনিয়মে জড়িত।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে গত কয়েকদিন ধরে শিক্ষার্থীরা শিক্ষককে বিদ্যালয়ে প্রবেশে বাধা প্রদান করে রাখে।
এ বিষয়ে হাজরাবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকশানা বেগম বলেন, শিক্ষা অফিসার বিদ্যালয়ে এসে শিক্ষক ও ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের সাথে কথা বলেছেন তিনি জানিয়েছেন এ ঘটনার তদন্ত করে দেখা হবে।
এ বিষয়ে মেলান্দহ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আজাদুর রহমান ভূঁইয়া জানান,আমরা খুব দ্রুত তদন্ত কমিটি করে অভিযোগটি তদন্ত করে এর আইনি ব্যবস্থা গ্রহন করবো।
এই ঘটনায় শিক্ষক এস এম তৌহিদুল ইসলাম (লুলু) এর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায় নি।
প্রসঙ্গত গত ২০২৩ সালে তার বিরুদ্ধে ম্যানেজিং কমিটি সভাপতি বরাবর একই রকম অভিযোগ এই শিক্ষকের বিরুদ্ধে উঠলেও কোনো এক অদৃশ্য ক্ষমতাবলে নিজেকে টিকিয়ে রাখেন শিক্ষক লুলু।
এদিকে, শিক্ষার্থীদের নিরাপওা নিশ্চিত করতে এবং শিক্ষার পরিবেশ রক্ষা করতে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছেন অভিভাবকসহ এলাকাবাসী।।