সারাদেশ

মৌলভীবাজার বিজয় দিবস উপলক্ষে বৈষম্যবীরোধ ছাত্র

 রাজন হোসেন তৌফিকুল মৌলভীবাজার ঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন উদ্যোগে  দিবস উপলক্ষে মৌলভীবাজার সরকারি কলেজের শহিদ জিয়া অডিটোরিয়ামে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও জুলাই অভ্যুথানে শতাধিক আহতদের মধ্যে সম্মাননা স্মারক ও সকল শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। সোমবার সকাল ১১ ঘটিকায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজার জেলা শাখা, সংগঠনের অন্যতম প্রতিনিধি শাহ মিসবাহ ও জাকারিয়া ইমনের সঞ্চালনায় শুরু হওয়া অনুষ্ঠানের উদ্ভোধন করেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মনসুর আলমগীর। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলন, পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  আব্দুস সালাম চৌধুরী, মৌলভীবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আনোয়ার হোসেন চৌধুরী, অধ্যাপক রফি উদ্দিন, সহযোগী অধ্যাপক হায়াত মাহমুদ, মনোয়ার হোসেন, সহকারী অধ্যাপক তারেকুজ্জামান, আ জ ম হাছান কবীর, প্রভাষক শফিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজার এর প্রতিনিধি রুহুল আমিন,সুমন ভুইয়া, আব্দুল কাদির, সামায়েল আহমদ, আশরাফ উদ্দিন, তানজিয়া শিশির, মো. ইমাজ, উসমান আলী, সুমি চৌধুরী, আতিকুল ইসলাম, জাবেদ রহমান  প্রমুখ। এসময় মৌসাস এর শিল্পী জাকারিয়া আহমদ সহ বিভিন্ন শিল্পীদের কন্ঠে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন হয়।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং