সারাদেশ

মৌলভীবাজার সমাজতন্ত্রিক ছাত্র ফ্রন্টের সমাবেশ

রাজন হোসেন তৌফিকুল, মৌলভীবাজার প্রতিনিধি
গণ-অভ্যুত্থানের আকাঙ্খার পরিপূরক সর্বজনীন বৈষম্যহীন গণতান্ত্রিক শিক্ষা নিশ্চিতের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 মঙ্গলবার ৩১ ডিসেম্বর দুপুরে শহরের চৌমুহনায় চত্বরে অনুষ্ঠিক সমাবেশে জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজিব সূত্রধরের সঞ্চালনায় বক্তব্য রাখেন কৃষক ফ্রন্ট সদর উপজেলা শাখার সংগঠক শেখ লিংকন আহমেদ, ছাত্র ফ্রন্ট শহর শাখার সংগঠক বিজয় দাস, ফাহাদ আহমেদ, শ্যামল সরকার প্রমুখ।
 সমাবেশ শেষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার পক্ষ থেকে নতুন শিক্ষাবর্ষে স্কুল থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ফি কমানো এবং বেতন-ফি মুক্ত শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন করা, জেলার সর্বত্র শিক্ষার্থীদের জন্য গণপরিবহনে অর্ধেক ভাড়া নিশ্চিত করা এবং কাগজ-কলম সহ সকল শিক্ষা উপকরণের দাম কমানোর দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং