সারাদেশ

যেকোনো শব্দ দ্রুত উল্টো বলে আলোচনায় এসেছেন বালিয়াডাঙ্গীর বায়েজিদ

মোঃমনিরুজ্জামান অনিক: বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও  প্রতিনিধিঃ

কলেজ পড়ুয়া শিক্ষার্থী  বায়েজিদ বোস্তামী বিদ্যুৎ(২৫)।যে কোনো বাংলা শব্দকে মুহুর্তেই উল্টো করে বলছেন তিনি।স্থানীয়রা বলছেন, এটি  বায়েজিদের জীবনের অপ্রত্যাশিত একটি প্রতিভা।

বায়েজিদ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের লালাপুর বরমতোল গ্রামের মৃত  সাইফুল আলমের ছেলে।
বায়েজিদ জানায়,হঠাৎ রাস্তায় ট্রাকের পিছনে “সাধারণ পরিবহন ” লেখাটি দেখলে মনের মধ্যে কৌতুহল জাগে এটাকে উল্টা করে “হনবরিপ ণরধাসা”বললে কেমন হয়।ঠিক সেদিন থেকেই মুলত তাঁর এই যেকোনো লেখাকে উল্টা করে পড়ার অভ্যাস হয়।প্রায় বছরখানেক চেষ্টা করার পর সে এখন যে কোনো লেখা বা পড়া দেখলে মুহুর্তেই উল্টো করে বলতে পারছেন।

বন্ধুর ফেসবুক লাইভ থেকে বায়েজিদের এই প্রতিভার কথা উঠে আসলে বিষয়টি কয়েকটি গণমাধ্যম কর্মীদের নজরে আসে।গণমাধ্যম কর্মীদের নেওয়া সাক্ষাৎকারে দেখা যায় বায়েজিদ যেকোনো দেশের নাম,পাখির নাম,পশুর নাম,স্কুল- কলেজের নাম এবং মানুষের নামসহ সকলকিছুর নাম উল্টো করে মুহূর্তেই বলে দিতে পারছে।এভাবেই তার প্রতিভার বিষয়টি গণমাধ্যমে ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা বলছে এটি তাঁর ভিতরে থাকা সুপ্ত প্রতিভা।বায়েজিদ তাঁর এই প্রতিভা দিয়ে নিজ জেলাসহ সারাদেশে পরিচিতি অর্জন করেছেন।আমরা এলাকাবাসী হিসেবে তাঁর  জন্য গর্বিত।আমরা দোয়া করি সে যেন ভবিষ্যতে ভালো কিছু করে পরিবারের মুখ উজ্জ্বল করে সাথে পরিবারের হাল ধরতে পারে

দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেও তাঁর পড়াশোনা চালিয়ে গেছেন প্রতিভাবান এই বায়েজিদ।তার যখন ১৫ বছর বয়স তখন তাঁর বাবা মারা যায়।বড় ভাই মোঃবদিরুল ইসলাম এবং বোন মোছাঃ সাবিনা আক্তারের সহযোগিতায় বায়েজিদ এখন ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

শিক্ষকতা নামক মহান পেশায় নিজেকে নিয়োজিত করতে চান প্রতিভাবান এই বায়েজিদ।”পড়িলে বই আলোকিত হই,না পড়িলে বই অন্ধকারে রই” এই উক্তিটি ব্যাখ্যা করে বায়েজিদ বলেন,একমাত্র পড়াশোনার মাধ্যামেই সমাজে আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠা সম্ভব।এই ঘুনে ধরা জরাজীর্ণ সমাজকে পাল্টাতে সুশিক্ষার কোনো বিকল্প নাই।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং