সারাদেশ

রাজনীতির উর্ধ্বে দেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে: জাগৃতির প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বাস্থ্য উপদেষ্টা

হাটহাজারী প্রতিনিধি: আমাদের সবাইকে রাজনীতির উর্ধ্বে দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে। চট্টগ্রামের হাটহাজারীতে নতুন সরকারি হাসপাতালের জন্য ইতিমধ্যে ২০ একর জায়গা পাওয়া গেছে। হাসপাতালকে কেন্দ্র করে ওই জায়গায় একটা নার্সিং কলেজ এবং মানুষের কর্মসংস্থান হয় এমন কিছু করার চিন্তাভাবনা আছে সরকারের। আর তা করতে পারলেই বড় প্রাপ্তি হবে। শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও স্বেচ্ছাসেবী সংগঠন জাগৃতি’র ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আয়োজিত মাসব্যাপী কর্মসূচীর সমাপনী দিবসে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূর জাহান বেগম এ কথা বলেন। সংগঠনের সভাপতি মোহাম্মদ ওসমানের সভাপতিত্বে উপদেষ্টা আরো বলেন, সমাজকে দেশকে বদলে দিতে প্রত্যেক স্তর থেকে ভাল মানুষ তৈরি করতে হবে, মানবিক ও সৃজনশীল মানুষ তৈরি করতে হবে। দেশের যে সব জায়গায় অপূর্ণতা আছে সেসব জায়গায় পূর্ণতা আনতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্য হয়ে কাজ করতে হবে। সংগঠনের সদস্য ইয়াকুব রাসেলের উপস্থাপনায় গেস্ট অব অনার ছিলেন চট্টগ্রাম পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী।বিশেষ অতিথি ছিলেন, উপদেষ্টার একান্ত সচিব (যুগ্ম সচিব) ডঃ মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাপস কান্তি মজুমদার, চবি মেডিকেল সেন্টারের চীফ মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ আবু তৈয়ব। স্বাগত বক্তব্য রাখেন, হাটহাজারী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জাহেদ মাহমুদ। সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ, চিত্রাঙ্কণ, ম্যারাথন, প্রীতি ফুটবলসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ, সামাজিক কাজে বিশেষ অবদান রাখায় বিভিন্ন সংগঠনকে কাজের স্বীকৃতি স্বরুপ সনদ ও ক্রেস্ট সম্মাননা প্রদান করা হয়। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশ ভোজের আয়োজন করে জাগৃতি।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,