সারাদেশ

রাজবাড়ীতে কৃষক কদম আলী শেখ হত‌্যায় জ‌ড়ি‌তদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন 

বোরহান উদ্দিন | রাজবাড়ী প্রতিনিধি :
২৬ ডিসেম্বর, বৃহস্পতিবার দুপুর ১২টার দি‌কে কালুখালীর উপজেলার হ‌রিণবা‌ড়িয়া বাজা‌রে

কৃষক কদম আলী শেখ (৫৫) হত‌্যায় জ‌ড়ি‌তদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ক‌রে‌ছে নিহতের স্বজন ও এলাকাবাসী

এতে নি‌হ‌তের প‌রিবা‌রে‌র সদস‌্য ও এলাকাবাসীরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে নিহত কদম আলী শে‌খের স্বজনরা অভিযোগ ক‌রে ব‌লেন, প‌রিক‌ল্পিতভা‌বে কৃষক কদম আলীকে হত‌্যা করা হ‌য়েছে। ঘটনার দিন বিকেলে সে হ‌রিণবা‌ড়িয়া বাজা‌রে মুলা ও ধ‌নিয়াপাতা বিক্রি কর‌তে যায়।
রাত হ‌য়ে গেলেও সে বাড়ি ফি‌রে না আসায় খুঁজতে শুরু ক‌রেন পরিবারের সদস‌্যরা। প‌রে রাত সা‌ড়ে ১০টার দি‌কে ইউনিয়নের নারায়নদিয়া তালতলার ফসলি মা‌ঠে তার মরদেহ প‌রে থাক‌তে দে‌খে পু‌লিশ‌কে খবর দেয় স্থানীয়রা। প‌রে পুলিশ এসে লাশ উদ্ধার ক‌রে। সে সময় তার মাথা ফাটা‌নো, পা ভাঙ্গা, না‌কে রক্তসহ শরী‌রে আঘা‌তের চিহ্ন থাকলেও পু‌লিশ মামলা না নি‌য়ে অপমৃত‌্যু মামলা দায়ের ক‌রে‌ছে। কৃষক কদম আলীর হত‌্যার সা‌থে জ‌ড়িত‌দের দ্রুত গ্রেফতার ক‌রে দৃষ্টান্তমূলক শা‌স্তি ফাঁসির দা‌বি জানান বক্তারা।
কালুখালী থানার ওসি মোহাম্মদ জা‌হেদুর রহমান ব‌লেন, ময়নাতদ‌ন্তের রিপোর্ট পে‌লে মৃত‌্যুর প্রকৃত কারণ জানা যা‌বে। যখন মরদেহ উদ্ধার ক‌রেন, তখন তার শরী‌রে কোন চিহ্ন পান নাই বিধায় হত‌্যা মামলা নেন নাই। ‌রি‌পোর্ট অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হ‌বে।
উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর রা‌তে উপ‌জেলার কালিকাপুর ইউনিয়নের নারায়নদিয়া তালতলা এলাকায় মাঠের এক‌টি রসুন ক্ষেত থেকে কদম আলী শেখের মরদেহ উদ্ধার ক‌রে পুলিশ। এ ঘটনায় থানায় এক‌টি অপমৃত্যু মামলা দায়ের হ‌য়ে‌ছে।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং