সারাদেশ

রাতের প্রথম প্রহরে শীতবস্ত্র বিতরণ করলেন বেরোবি ছাত্রশিবির

বেরোবি প্রতিনিধি :
মাসব্যাপী শীতবস্ত্র বিতরণ উপলক্ষে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি)  কর্মচারীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে বেরোবি শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা। আজ ১০ ডিসেম্বর (মঙ্গলবার) রাত সাড়ে ৮ টায় বিশ্ববিদ্যালয়ের হলসমূহ, ক্যাফেটেরিয়ার কর্মচারীদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালিত হয়।
এ সময়  কর্মচারীদের মাঝে কম্বল বিতরণ করেন বেরোবি ছাত্রশিবিরের সভাপতি , সাধারণ সম্পাদক ও অন্যান্যরা।
বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি মোঃ সোহেল রানা বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শুধু একটি ছাত্র সংগঠনের নাম না এটি একটি আদর্শের নাম। বাংলাদেশের অন্যান্য অঞ্চলের তুলনায় উত্তরাঞ্চলে শীতের প্রকোপ খুব বেশি হওয়ায় মানুষের জনজীবনে নিদারুণ  প্রভাব পড়ছে । ইসলামী ছাত্রশিবির শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কষ্ট কিছুটা লাঘব করতে চাই।
তিনি আরও বলেন, সে সাথে আমরা সমাজের বিত্তবান এবং প্রভাবশালী মানুষদের আহ্বান করছি আপনারা আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে শীতের এই নিদারুণ কষ্ট লাঘবে ভূমিকা পালন করুন।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং