রামপুরা ডিসি সড়কের ঠিকাদার পলাতক এবং চিন্তিত স্থানীয়রা।
Md.Soharaf (Chottogram)
চট্টগ্রামের বাশঁখালী উপজেলার পুকুরিয়া রামপুরা সড়কের সংস্কার কাজের ব্যাপক অনিয়ম ও অগ্রগতির এবং অসমাপ্ত কাজের বিষয়ে কথা বলার জন্য ‘সাঙ্গু ইউনিয়ন চট্টগ্রাম’র একটি টিম আজ (মঙ্গলবার ০৭-০১-২৫)দ্বিতীয় বারের মতো চট্টগ্রামের মুরাদপুর LGED অফিসে গেছিলেন।
LGED অফিসে দায়িত্বরত প্রকৌশলী মোহাম্মদ তুহিন এর সাথে সাঙ্গু টিমের কথা হয়েছে। উনি বলেছেন, কাজটা যাকে (টিটি লিটন) দেওয়া হয়েছে সে নাকি যতটুকু কাজ হয়েছে তার পরিপূর্ণ বা বড় একটা অংশ পেমেন্ট করেনি যাদের দিয়ে কাজ করাচ্ছে তাদেরকে। এবং সে নাকি পলাতক।
যার কারণে কাজটা অফ হয়ে গেছে। অর্থাৎ যারা কাজ করছিল তাদের কাছে টাকা যায়নি। বিশেষ করে যেই মেশিন দিয়ে কাজ করা হয়েছে সেই কোম্পানিকে কোনো টাকাই দেয়নি। যার কারণে তারা কাজ ফেলে চলে গেছে।
এই বিষয়ে বাঁশখালীর উপজেলার দায়িত্বরত ইঞ্জিনিয়ার ফাহাদ এর সাথে কথা বলা হলে ,তিনি জানান, বাজেট শর্ট তাই কাজ পরিপূর্ণ করাতে পারবেনা বলে জানিয়েছিল আরও আগে।
এবিষয়ে LGED এর দায়িত্বরত প্রকৌশলী থেকে সমাধান চাইলে তিনি বলেন, পলাতক (টিটি লিটন) আর ইঞ্জিনিয়ার ফরহাদ নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ বুঝিয়ে দিতে না পারলে তারা বড় একটা জরিমানার সম্মুখিন হবেন বলে জানালেন এবং নির্দিষ্ট (কাজ শুরু থেকে বছরের মধ্যে) সময়ের মধ্যে কাজ না হলে বাজেট স্থগিত করা হবে। পরবর্তী টেন্ডারের জন্য অপেক্ষা করতে হবে।
এদিকে রাস্তা কাজ পুরাপুরি কবে শেষ হবে কবে পুরোপুরি সংস্কার হবে এটি নিয়ে চিন্তিত স্থানীয়রা,এবং তারা দূত একাজের ইতি চান।