সারাদেশ

রায়পুরে ইউপি সদস্যদের অনাস্থা, ১৬ দিনের মাথায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে প্রত্যাহার

 

মাহমুদ সানি, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুরে দক্ষিন চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেয়া হয় ইউপি সদস্য ফারুক শেখকে। দায়িত্ব নেয়ার পরই ফারুখ শেখ সাবেক এমপি ও আ’লীগ নেতা নুর উদ্দিন চৌধুরীর সাথে ভিডিও কলে শুভেচ্ছা জানানোর ঘটনায় তোলপাড় শুরু হলে পরিষদের বেশিরভাগ ইউপি সদস্যের অনাস্থার ভিত্তিতে ফারুখ শেখকে সরিয়ে নেয়া হয়েছে। তার স্থানে মৌখিকভাবে নতুন প্রশাসকের দায়িত্ব দেয়া হযলেও উপজেলা কর্মকর্তা নুর আলম দায়িত্ব পালনে অস্বীকার করেছেন।

গত ৫ দিন ধরে ইউনিয়ন পরিষদ থেকে সেবা গ্রহিতারা বিভিন্ন সেবা পেতে হয়রানির শিকার হচ্ছেন বলে সোমবার দুপুরে (২৯ সেপ্টেম্বর) সেবা নিতে আসা রায়পুরের মেঘনার বায়রাঘাট এলাকার শাহআলম, লাবনি আক্তার, নুর মোহাম্মদ হাওলাদার ও চরপাতা ইউপি সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম অভিযোগ করেন।

রোববার (১৪ সেপ্টেম্বর) জেলা প্রশাসক রাজিব কুমার সরকার স্বাক্ষরিত এক আদেশে দক্ষিন চরবংশী ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসক নিয়োগ বাতিল বিষয়টি জানানো হয়।

ইউপি সদস্যদের দেয়া অনাস্থার বিষয়ে জানা যায়, দক্ষিন চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আবু সালেহ মিন্টু ফরাজি হজে থাকায় জেলা প্রশাসকের আদেশ পেয়ে গত ১১ সেপ্টেম্বর ইউপি সদস্য ফারুখ শেখকে ওই পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেয়ার পরই ফারুখ শেখ লক্ষ্মীপুরের সাবেক এমপি আ’লীগ নেতা নুর উদ্দিন চৌধুরীর সাথে ভিডিও কলে শুভেচ্ছা জানানোর ঘটনায় তোলপাড় শুরু হলে বেশিরভাগ ইউপি সদস্যের অনাস্থার ভিত্তিতে ফারুখ শেখকে সরিয়ে নেয়ার আবেদন করেছিলেন ইউপি সদস্যরা।

ইউনিয়ন পরিষদের সদস্য ফাতেমা বেগম বলেন, দায়িত্ব নেয়ার পরই ফারুখ শেখ সাবেক এমপি আ’লীগ নেতা নুর উদ্দিন চৌধুরীর সাথে ভিডিও কলে শুভেচ্ছা জানানো ছাড়াও নিজের মত করে কাজ করতেন। আমাদের সাথে অসৌজন্যমূলক আচরণ শুরু করেন তিনি। তার আচরণে ক্ষুব্ধ হয়ে ৭ জন ইউপি সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর আবেদন দিয়ে তার বিরুদ্ধে অনাস্থা দিয়েছি। নজরুল ইসলাম মেম্বার বলেন, আমি পরিষদের এক নাম্বার প্যানেল চেয়ারম্যান। আমাকে না দিয়ে জুলুম করছেন ।

এদিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুখ শেখ প্রত্যাহারের বিষয়ে বলেন, ‘চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর আমি ইউনিয়নের কোথায়ও আর্থিক কোন কাজ করাতে পারিনি। সবেমাত্র সেখানে গিয়েছি। কোন সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণের আগেই আমাকে প্রত্যাহার করে নেয়াটা আমার জন্য অপমানের। আমার প্রতি অবিচার করা হয়েছে।’

রায়পুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান খান বলেন, ‘দক্ষিন চরবংশী ইউনিয়ন পরিষদের মেম্বররা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারখ শেখের বিরুদ্ধে অনাস্থা দিয়ে অভিযোগ করেছেন। সেই অনুযায়ী ইউনিয়ন পরিষদে নতুন করে দায়িত্ব দিবেন জেলা প্রশাসক।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,