রায়পুরে যৌথ অভিযানে বিদেশি রাইফেল ও গুলি উদ্ধার, আসামি পলাতক

নিজস্ব প্রতিবেদক │ রায়পুর (লক্ষ্মীপুর):
লক্ষ্মীপুরের রায়পুরে যৌথ অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার (২০ অক্টোবর) ভোরে রায়পুর থানার ৮ নম্বর দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৮নং ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হয়।
সূত্র জানায়, ভোর ৪টা থেকে ৬:৩০ ঘণ্টা পর্যন্ত চলা অভিযানে তল্লাশি চালিয়ে ০১টি বিদেশি রাইফেল ও ০৬ রাউন্ড অ্যামুনিশন (গুলি) উদ্ধার করা হয়। তবে অভিযানের সময়
মোঃ বাদশা গাজী (৫০) পালিয়ে যায়।উ
উদ্ধারকৃত অস্ত্র ও গুলি পরবর্তীতে রায়পুর থানায় হস্তান্তর করা হয়।
যৌথ এ অভিযানের নেতৃত্ব দেন ক্যাপ্টেন মোহাম্মদ সাইয়্যিব হাসান।