সারাদেশ

রায়পুরে সড়ক দূর্ঘটনায় কিশোর নিহত 

মাহমুদ সানি,রায়পুর (লক্ষ্মীপুর)প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে তানজীম আবদুল্লাহ (১৮) নামে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলার বাসাবাড়ি এলাকায় কালু পাটোয়ারীর বাড়ির সামনে লক্ষ্মীপুর-রায়পুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানজীম চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার কালির বাজার দুর্গাপুর এলাকার মো. শাহজাহানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনাস্থলে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে তানজীম গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলাশীষ রায় বলেন, আবদুল্লাহ হাসপাতালে আনার আগেই মারা গেছে। তার মরদেহ মর্গে রয়েছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ঘটনাটি আমাদের জানা নেই। কেউ আমাদেরকে জানায়নি। খোঁজ নেওয়া হবে।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং