রায়পুর উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ৬ সেপ্টেম্বর

মাহমুদ সানি, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন আগামী ৬ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এই সম্মেলন বসবে রায়পুর মার্চেন্টস একাডেমি মাঠ প্রাঙ্গণে।
সম্মেলন শুরু হবে সকাল ৯টায় এবং চলবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত। এর মধ্যে দুপুর আড়াইটায় উপজেলা বিএনপির নির্বাচন এবং বিকেল ৩টায় পৌর বিএনপির নির্বাচন অনুষ্ঠিত হবে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সাবেক সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান, সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু ও খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা এবং সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।
এছাড়াও লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান হাসিবসহ জেলা ও উপজেলার বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।
সম্মেলনে সভাপতিত্ব করবেন উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল ইসলাম মিঠু এবং সঞ্চালনা করবেন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম ভূঁইয়া।
নির্বাচনে উপজেলা বিএনপির ৭১০ জন ও পৌর বিএনপির ৬৩৯ জন ভোটার অংশ নেবেন। উপজেলা বিএনপির সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে পৌর বিএনপির সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৫ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।