রায়পুর পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে জরিপকৃত তথ্য উপস্থাপনা কর্মশালা অনুষ্ঠিত

মাহমুদ সানি, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
রায়পুর পৌরসভার উদ্যোগে মহাপরিকল্পনা (Master Plan) প্রণয়নের অংশ হিসেবে জরিপকৃত তথ্য উপস্থাপনা ও মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পৌরসভা সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় সিনিয়র কনসালটেন্ট আল আমিন নূর, নগর পরিকল্পনাবিদ আল মুস্তাকিন অপূর্ব,সহকারী নগর পরিকল্পনাবিদ সিফাত রেজা ও ওয়ালীউল্লাহ রিমন, সাংবাদিক ও পৌর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
কর্মশালায় রায়পুর পৌরসভার আওতাধীন এলাকার ভূ-প্রকৃতি, জনসংখ্যা, অবকাঠামো, সেবা সুবিধা, পানিনিষ্কাশন ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কিত তথ্য উপস্থাপন করা হয়। তথ্য উপস্থাপন করেন সংশ্লিষ্ট পরামর্শক প্রতিষ্ঠান ও কারিগরি টিমের সদস্যরা।
এ সময় পৌর প্রশাসক মোঃ ইমরান খান বলেন, “রায়পুর পৌরসভাকে একটি পরিকল্পিত ও বাসযোগ্য আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে মহাপরিকল্পনা প্রণয়ন অত্যন্ত জরুরি। আমরা চাই জনগণের অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতে একটি টেকসই পরিকল্পনা তৈরি করতে।”
কর্মশালায় উপস্থিত অংশগ্রহণকারীরা তথ্যভিত্তিক মতামত ও পরামর্শ প্রদান করেন, যা মহাপরিকল্পনার চূড়ান্ত খসড়ায় অন্তর্ভুক্ত করার আশ্বাস দেন প্রকল্প সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন নগর পরিকল্পনাবিদ আল মুস্তাকিন অপূর্ব কর্মশালার শেষাংশে পৌরসভা এলাকায় পরিকল্পিত উন্নয়নের গুরুত্ব ও করণীয় বিষয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।